Advertisement
Advertisement
Vote Bus Fare

ভোটের কাজে নেওয়া গাড়ির ভাড়া বাড়ানো হোক, দাবি পরিবহণ সংগঠনগুলির

রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে চিঠি দিয়েছে জয়েন্ট ফোরাম অফ ট্রান্সপোর্ট অপারেটরস।

WB Transport organizations wants increased fare of vehicles used for polling | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:June 21, 2023 2:20 pm
  • Updated:June 21, 2023 2:20 pm  

স্টাফ রিপোর্টার: ভোটের কাজে নেওয়া গাড়ির ভাড়া বৃদ্ধির দাবি জানালেন বাস ও গাড়ির মালিকরা। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে সেই দাবি জানিয়ে চিঠি দিয়েছে বেশ কয়েকটি পরিবহণ সংগঠন। জয়েন্ট ফোরাম অফ ট্রান্সপোর্ট অপারেটরসের তরফ থেকে এই চিঠি দেওয়া হয়েছে।

Advertisement

গত সপ্তাহেই গাড়িভাড়া নিয়ে নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে গাড়িগুলিকে যে দরে মুখ্য নির্বাচন কমিশনারের অফিস ভাড়া নিয়েছিল, সেই দরেই ২০২৩ সালের পঞ্চায়েত ভোটে ভাড়া দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে সেই ভাড়াই বাড়ানোর দাবি তোলা হয়েছে পরিবহণ মালিকদের একাংশের তরফে।

[আরও পড়ুন: জঙ্গিপুরে বোমা ফেটে ৫ শিশু জখম, মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব জাতীয় শিশু সুরক্ষা কমিশনের]

এখন দিন প্রতি সাধারণ বাসের ভাড়া ২৩০০ টাকা। তা থেকে বাড়িয়ে ৩৫০০ টাকা করার দাবি জানানো হয়েছে জয়েন্ট ফোরাম অফ ট্রান্সপোর্ট অপারেটরসের তরফ থেকে দেওয়া চিঠিতে। মিনি বাসের ভাড়া ১৯০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০০ টাকা করতে বলা হয়েছে। নন-এসি ট্যাক্সির ভাড়া ৮১০ টাকা থেকে বাড়িয়ে ১২০০, এসি ট্যাক্সির ভাড়া ১১২০ টাকা থেকে বাড়িয়ে ১৬০০ টাকা করতে বলা হয়েছে।

এমনকী খোরাকি ও টিফিনের খরচ ১৭০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করার দাবি জানানো হয়েছে। সংগঠনের তরফে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে কমিশনের উচিত তাঁদের দাবি মেনে নেওয়া। জয়েন্ট ফোরামে রয়েছে বাস মিনিবাস সমন্বয় সমিতি, অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ড, সিটি সাবার্বান বাস সার্ভিসেস, নর্থ বেঙ্গল প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট অপারেটর্স, এবং পুলকার ওনার্স ওয়েলফেয়ার অ‌্যাসোসিয়েশন।

[আরও পড়ুন: ছেলেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুষ্কৃতীদের হাতে ‘খুন’ বাবা, আদিবাসী বিক্ষোভে রণক্ষেত্র নকশালবাড়ি]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement