দীপঙ্কর মণ্ডল: উপাচার্য নিয়োগ কে করেন তা নিয়ে রাজভবন এবং উচ্চশিক্ষা দপ্তরের বাগযুদ্ধ শুরু হল। দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হয়েছেন সঞ্চারি রায় মুখোপাধ্যায়। মঙ্গলবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপকের নাম প্রথম টুইট করেন রাজ্যপাল তথা রাজ্য বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। অর্থনীতির এই অধ্যাপককে তিনি নিয়োগ করেছেন বলে দাবি করেন ধনকড়।
Prof. Sanchari Roy Mukherjee, Prof. of Economics, North Bengal University, is appointed as first Vice Chancellor of Dakshin Dinajpur University for four years or till she attains age of sixty-five, whichever is earlier.
Advertisement— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1)
বেশ কিছুক্ষণ পর রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) টুইটে দাবি করেন, উচ্চশিক্ষা দপ্তরের সুপারিশে গঠিত সার্চ কমিটি অধ্যাপক মুখোপাধ্যায়কে বেছে নিয়েছে।
While mixing his two roles by conveniently choosing to pick the legal provisions, he has perhaps forgotten about the Rules. No one can play Judge to put away lawfully framed Rules.(4/4)
— Partha Chatterjee (@itspcofficial)
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং শিক্ষামন্ত্রীকে ট্যাগ করে পালটা ধনকড় বলেন, সার্চ কমিটির চেয়ারপার্সনকেও নিয়োগ করেন আচার্য। উপাচার্য নিয়োগের ক্ষমতাও তাঁর হাতেই আছে। মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর প্রতি রাজ্যপালের আবেদন, তিনি ন্যূনতম সৌজন্য আশা করেন।
The Search Committee Chairperson is also appointed by the Chancellor and this was the case here as well. Minimum expectation is to desist from such unwholesome assertions by not appreciating the wisdom of the academic fraternity.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1)
দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্যের সঙ্গে বারবার সংঘাতে জড়িয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। কখনও শিক্ষাক্ষেত্র আবার কখনও প্রশাসনিক ক্ষেত্রে রাজ্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন তিনি। নবান্ন-রাজভবন টুইট যুদ্ধ, পত্রবোমা চালাচালি লেগেই থাকে। এই আবহে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে টুইট যুদ্ধ দু’পক্ষের সম্পর্কের তিক্ততা আর বাড়ল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.