Advertisement
Advertisement
Durga Puja

এবার পুজোয় ‘শপিং স্পেশাল’ বাস! ভিড় সামলাতে দুর্দান্ত পরিষেবা চালু রাজ্যের

কবে থেকে মিলবে এই পরিষেবা?

WB govt to launch shopping special bus before Durga Puja
Published by: Subhankar Patra
  • Posted:August 27, 2025 6:16 pm
  • Updated:August 27, 2025 6:16 pm   

নব্যেন্দু হাজরা: পুজোর আর বাকি মাসখানেক। পাড়ার পুজো মণ্ডপগুলিতে ব্যস্ততা তুঙ্গে। মৃৎ শিল্পীদের দম ফেলার জোঁ নেই। এদিকে সাধারণ মানুষও শপিংয়ে মেতে উঠেছেন।  সাধারণদের সুবিধার্থে পরিবহণ দপ্তর চালু করতে চলেছে বিশেষ শপিং স্পেশাল বাস। মূলত হাওড়া ও শিয়ালদহ স্টেশনের মধ্যে এই  পরিষেবা। 

Advertisement

পুজোর মরশুমে শহরে প্রচুর মানুষ আসেন জামা-কাপড় কিনতে। শুধু সাধারণ মানুষ নন, অনেক ব্যবসায়ীরাও আসেন কলকাতায়। অত্যাধিক ভিড়ও হয়। সেই কথা মাথায় রেখেই রাস্তায় অতিরিক্ত বাস নামাতে চলেছে  রাজ্য সরকার। কবে থেকে মিলবে এই পরিষেবা? কোথায় কোথায় থামবে?

জানা গিয়েছে, দুর্গাপুজোর ১৫ দিন আগে থেকে এই বাস পরিষেবা শুরু হবে। হাওড়া শিয়ালদহ স্টেশন থেকে গড়িয়াহাট, শ্যামবাজার, নিউ মার্কেটে শপিং স্পেশাল বাস চলবে। প্রাথমিকভাবে জানা গিয়েছে ২৫টি করে বিশেষ বাস চলবে। যদি ভিড় ও চাহিদা বাড়ে তাহলে বাড়তে পারে বাসের সংখ্যাও।

শুধু শপিংয়ের স্পেশাল বাস নয়। পুজোর শহরে রাতে থাকে রাত্রীকালিন বাস সার্ভিসও। পঞ্চমী থেকে নবমী মিলবে নাইট সার্ভিস। রাতের শহরে অনেক দর্শনার্থীকে গন্তব্যে পৌঁছে দেবে বাস। কোথায় মিলবে পরিষেবা? এই বাসগুলিও শিয়ালদহ ও হাওড়া স্টেশনের মাঝে চলবে। অন্যদিকে বারাসত পর্যন্ত মিলবে এই পরিষেবা।

পাশাপাশি উত্তর থেকে দক্ষিণে বনেদি বাড়ির পূজা পরিক্রমার জন্য বিশেষ পরিষেবা চালু করবে পরিবহণ দপ্তর। ভলভো এসি বাসে কলকাতার বনেদি বাড়ির ঠাকুর দেখার ব্যবস্থা করা হচ্ছে। পুজোর সপ্তমী, অষ্টমী ও নবমীতে এই বিশেষ বাস পরিষেবা মিলবে। এসপ্ল্যানেড ট্রাম টারমিনাস থেকে সকাল ৮ টায় বাস ছাড়বে। বদন চন্দ্র রায় বাড়ি, বাগবাজার হালদার বাড়ি, বেলুড় মঠ, শোভাবাজার রাজবাড়ি ১, শোভাবাজার রাজবাড়ি – ২, ছাতুবাবু ও লাটুবাবুর বাড়ি (অষ্টমী ব্যাতীত), রাণী রাসমণির বাড়ি, বেহালা রায় বাড়ি, বেহালা সোনার দুর্গা বাড়ি, সাবর্ণ রায় চৌধুরী বাড়ির আটচালার পুজো, সাবর্ণ রায় চৌধুরীদের মেজো বাড়ির পুজো ঘুরিয়ে দেখা হবে। ভাড়া জনপ্রতি ২২০০ টাকা। ৫-১০ বছরের শিশুদের জন্য ১৬৫০ টাকা, ০-৫ বছরের শিশুদের ক্ষেত্রে কোনও ভাড়া লাগবে না বলে  ঠিক করা হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ