Advertisement
Advertisement
OBC

কেটেছে ওবিসি সংরক্ষণের গেরো! কবে প্রকাশিত হবে স্নাতকে ভর্তির বিজ্ঞপ্তি?

কী জানাচ্ছে উচ্চশিক্ষা দপ্তর?

UG admission likely to start soon after OBC reservation issue sorted
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 4, 2025 9:28 am
  • Updated:June 4, 2025 9:28 am   

স্টাফ রিপোর্টার: ওবিসি সংরক্ষণের গেরো কাটতেই কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়ার তোড়জোড় শুরু হয়ে গেল। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ওবিসি সংরক্ষণের বিল নিয়ে সিদ্ধান্ত হয়েছে। আগামী ৯ জুন থেকে বিধানসভা অধিবেশন শুরু হওয়ার কথা। ১০ জুন ওবিসি সংরক্ষণ সংক্রান্ত বিলটি বিধানসভায় তোলা হবে বলে জানা গিয়েছে। বিধানসভায় এই বিল পাস হলেই আগামী ১৪ জুন ভর্তির বিজ্ঞপ্তি জারি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে উচ্চশিক্ষা দপ্তরের সূত্র মারফত জানা গিয়েছে।

Advertisement

চলতি বছরের ৭ মে প্রকাশ হয় উচ্চমাধ্যমিকের ফল। তারপর প্রায় এক মাস কাটতে চলেছে। রাজ্যের সরকার পোষিত কলেজগুলিতে স্নাতকে ভর্তি শুরু না হওয়ায় ছাত্রছাত্রী, অভিভাবকদের মধ্যে দুশ্চিন্তা দেখা দেয়। ক্যাবিনেট বৈঠকে ওবিসি সংরক্ষণ বিল পাস হওয়ায় কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়ার বিষয়টি অনেকটাই এগিয়ে গিয়েছে বলে খবর। গতবছরের তুলনায় এবছর কলেজে ভর্তি আগে হবে বলেই জানা গিয়েছে। ২০২৪-এ ১৯ জুন থেকে কলেজগুলিতে স্নাতকে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছিল। এবছর ১৪ জুন ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে উচ্চশিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে।

গতবছর থেকেই অভিন্ন কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া শুরু হয়। এবছরও পোর্টালের মাধ্যমেই কলেজগুলিতে ভর্তি শুরু হবে। এদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর-সহ একাধিক বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভর্তির গাইডলাইন চাওয়া হয় উচ্চশিক্ষা দপ্তর থেকে। দপ্তরের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়গুলির কাছ থেকে কিছুটা সময় চাওয়া হয়েছে। তবে ভর্তি সংক্রান্ত যাবতীয় কর্মকাণ্ড চূড়ান্ত হয়ে গেছে বলে দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন। তাঁর বক্তব্য, “সংরক্ষণের বিষয়টি এতদিন বিচারাধীন ছিল। তবে সবটা কাটেনি। কিন্তু ভর্তি নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল তা কেটে গিয়েছে। এখন অপেক্ষা করতে হবে বিধানসভায় বিলটি পাস হওয়া পর্যন্ত।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ