Advertisement
Advertisement
TMC

দমদমের মঞ্চে মোদির মুখে রেশন দুর্নীতি! শুভেন্দুর ভিডিও দেখিয়ে পালটা দিল তৃণমূল

দুর্নীতি ইস্যুতে শুভেন্দু অধিকারীর নারদার ভিডিও দেখিয়ে পালটা নরেন্দ্র মোদিকে জবাব তৃণমূলের।

trinamool congress reaction on narendra modi comment at dum dum
Published by: Kousik Sinha
  • Posted:August 22, 2025 7:32 pm
  • Updated:August 22, 2025 8:46 pm   

সংবাদ প্রতিদিনি ডিজিটাল ডেস্ক: দুর্নীতি ইস্যুতে শুভেন্দু অধিকারীর নারদার ভিডিও দেখিয়ে পালটা নরেন্দ্র মোদিকে জবাব তৃণমূলের। দমদমের সভা থেকে এদিন বিতর্কিত ‘মন্ত্রিত্ব বাতিল’ বিলের প্রসঙ্গ তোলেন মোদি। আর তা বলতে গিয়ে পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিককে নিশানা করেন। আর এহেন মন্তব্যের কয়েক মিনিটের মধ্যেই জবাব দিল শাসকদল তৃণমূল কংগ্রেস। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নারদা-কাণ্ডের ভিডিও দেখিয়ে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ এবং ডক্টর শশী পাঁজা।

Advertisement

এদিন তৃণমূল ভবনে কুণাল বলেন, ”কাচের ঘরে বসে ঢিল ছুঁড়ে গেলেন নরেন্দ্র মোদী। যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তাঁরাই মঞ্চে বসে।” এরপরেই কুণালের চ্যালেঞ্জ, দুর্নীতিগ্রস্তদের আগে দুরে সরিয়ে দেখাক।  

দমদমের সভা থেকে এদিন ‘মন্ত্রিত্ব বাতিল’ বিলের বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেন, শিক্ষক নিয়োগ মামলায় গ্রেফতারের পরেও পদ ছাড়তে চাননি। রেশন দুর্নীতিতে গ্রেফতার করা হয়েছে তৃণমূলের আরও এক মন্ত্রীকে।” প্রধানমন্ত্রীর কথায় তিনিও ছাড়তে চাননি মন্ত্রিত্ব পদ। মানুষের ভাবনা এঁদের নেই। জনতা ধোকা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। আর এরপরেই স্পষ্ট হুঁশিয়ারি,”সংবিধানের অপমান মানা হবে না।” আর এহেন মন্তব্যের কিছু সময়ের পরেই সাংবাদিক বৈঠকে কুণাল পালটা চ্যালেঞ্জ ছুঁড়ে দেন।

তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ”উনি বলছেন দুর্নীতি নিয়ে, আমাদের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগের দিনই বলেছেন হেমন্ত বিশ্বশর্মা থেকে আরম্ভ করে, মহারাষ্ট্রের অজিত পাওয়ার, বাংলার বিরোধী দলনেতা, যাদের বিরুদ্ধে অভিযোগ, বিজেপি আঙুল তুলেছিল গ্রেফতারি চেয়ে, তাঁরা তদন্ত এড়াতে বিজেপিতে গেছে।” শুভেন্দু অধিকারীর ভিডিও দেখিয়ে তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক বলেন, ”দুর্নীতি নিয়ে যখন নরেন্দ্র মোদী, যখন দুর্নীতি নিয়ে বলছেন তখন তাঁর পাশে যিনি বসে আছেন তাঁর বিরুদ্ধেই বিজেপি দুর্নীতির অভিযোগ এনেছে, তাঁকে গ্রেপ্তারের দাবি করেছে। এরপর বিজেপিতে যোগ দিয়েছেন।” কুণালের কথায়, কাচের ঘরে বসে ঢিল ছুঁড়ে গেলেন নরেন্দ্র মোদী। যাতায়াত করতে পারেন। বাংলায় বিজেপি গো হারা হারবে বলেও কটাক্ষ প্রাক্তন তৃণমূল সাংসদের।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ