ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমস্যা যেন পিছু ছাড়ছে না এয়ার ইন্ডিয়ার। কেবিনে ক্রমাগত উচ্চ তাপমাত্রা তৈরি হওয়ায় কারনে রবিবার টোকিও থেকে দিল্লিগামী একটি এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানকে কলকাতায় ঘুরিয়ে দেওয়া হয়।
টোকিওর হানেদা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে যাত্রা শুরু করা এআই ৩৫৭ বিমানটি। মাঝ আকাশে যাত্রী ও ক্রু মেম্বাররা ক্রমাগত উচ্চ তাপমাত্রা অনুভব করতে শুরু করেন। এরপরেই সতর্কতমূলকভাবে বিমানটিকে কলকাতার দিকে ঘুরিয়ে দেওয়া হয়। বর্তমানে সেখানেই বিমানটির যান্ত্রিক পরীক্ষা করা হচ্ছে।
এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়ার জানিয়েছে, বিমানটি কলকাতায় নিরাপদে অবতরণ করেছে। যেখানে বর্তমানে এটির প্রযুক্তিগত পরীক্ষা চলছে। এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, ২৯ জুন হানেদা থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার এআই ৩৫৭ বিমানটি কেবিনে ক্রমাগত উষ্ণ তাপমাত্রা অনুভূত হওয়ার কারণে সতর্কতামূলকভাবে কলকাতার দিকে ঘোরানো হয়। বিমানটি নিরাপদে কলকাতায় অবতরণ করেছে এবং বর্তমানে এটি পরীক্ষা-নিরীক্ষার অধীনে রয়েছে। বিমান সংস্থাটি আরও জানিয়েছে, কলকাতার গ্রাউন্ড স্টাফরা যাত্রীদের সহায়তা করছেন। তাছাড়া যাত্রীদের সমস্যায় পড়ার জন্য ক্ষমা চেয়ে নিয়ে তারা জানিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব দিল্লিতে পৌঁছানোর জন্য বিকল্প ব্যবস্থা করা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.