Advertisement
Advertisement
Kunal Ghosh

কেন জেল হবে না? কলকাতা হাই কোর্টের প্রশ্ন-সহ রুল পেলেন কুণাল ঘোষ

আগামী ১৬ই জুন উত্তর-সহ সশরীরে আদালতে তাঁকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

TMC spokesperson Kunal Ghosh got rule notice from Calcutta High Court
Published by: Sulaya Singha
  • Posted:June 7, 2025 11:37 am
  • Updated:June 7, 2025 11:40 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদালত অবমাননা মামলায় এবার কলকাতা হাই কোর্টের জারি করা রুল নোটিস পেলেন তৃণমূল মুখপাত্র তথা তৃণমূলের অন্যতম রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। নারকেলডাঙা থানার মাধ্যমে নোটিস পাঠিয়েছে উচ্চ আদালত। আদালত অবমাননার অভিযোগ জানিয়ে তাঁকে কারণ দর্শাতে বলা হয়েছে ওই নোটিসে। জানতে চাওয়া হয়েছে কোন যুক্তিতে তাঁকে জেলে পাঠানো হবে না কিংবা শাস্তি দেওয়া হবে না।

Advertisement

আগামী ১৬ই জুন বেলা সাড়ে ১২টায় তাঁকে হাই কোর্টের তিন সদস্যের বিশেষ বেঞ্চের সামনে উত্তর-সহ সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এও বলা হয়েছে, আদালতের অনুমতি ছাড়া তিনি আদালত থেকে বেরতে পারবেন না। সূত্রের খবর, আইন অনুযায়ী দোষী সাব্যস্ত হলে তাঁকে হাই কোর্ট থেকে সরাসরি জেলে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা থাকছে।

উল্লেখ্য, এসএলএসটি শারীরশিক্ষা, কর্মশিক্ষা প্রার্থীদের আদালত চত্বরে এক বিতর্কিত বিক্ষোভকে কেন্দ্র করে আদালত অবমাননার মামলা হয়। প্রধান বিচারপতি এই মামলার জন্য তিন বিচারপতির একটি বিশেষ বেঞ্চ গঠন করেছেন। বিক্ষোভকারীদের কয়েকজনের সঙ্গে একদম শেষে কুণাল ঘোষের (Kunal Ghosh) নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। গত ১৯ মে এই মামলার শুনানিতে আদালতে কুণাল ঘোষের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য ও অয়ন চক্রবর্তী বলেন, “আমাদের হলফনামা প্রস্তুত। আমরা এখনই জমা দিতে পারি। কিন্তু যেহেতু আদালতের নির্দেশে ঘটনা নিয়ে পুলিশ রিপোর্ট জমা পড়েছে এবং আগের দিন রাতে আমরা তার কপি পেয়েছি, তাই তার উল্লেখ আমাদের হলফনামায় থাকা দরকার। সেই কারণেই আমার মক্কেল কুণাল ঘোষের হলফনামা জমা পড়েনি।” কুণালের আইনজীবীরা আরও বলেন, বিতর্কিত বিক্ষোভের ঘটনার দিন কুণাল ঘটনাস্থলেই ছিলেন না।

এরপরই আদালত জানায়, তবে শুধু কুণাল ঘোষ নয়, এই মামলায় যেহেতু কোনও অভিযুক্তই জবাবি হলফনামা দেননি, তাই হাই কোর্ট সকলেরই বিরুদ্ধে রুল জারি করছে। এবার সেই জারি করা রুল নোটিস পেলেন কুণাল ঘোষ। এর আগে এই ঘটনায় বিরোধীদের নিশানা করেছিলেন তিনি। “রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করছে বাম, বিজেপি ও কংগ্রেস”, তোপ দেগেছিলেন কুণাল ঘোষ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ