Advertisement
Advertisement
Kolkata Police

নেতাজিনগরে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি আইনজীবীকে, মূল অভিযুক্ত ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ

স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে মূল অভিযুক্ত সহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Threat to a lawyer with arms at his house in netaji nagar kolkata

প্রতীকী ছবি

Published by: Kousik Sinha
  • Posted:September 18, 2025 12:50 pm
  • Updated:September 18, 2025 12:50 pm  

অর্ণব আইচ: বাড়ির সামনেই আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি আইনজীবীকে। ঘটনায় মূল অভিযুক্তকে ধরতে গিয়ে দুষ্কৃতীদের হাতেই আক্রান্ত হতে হল পুলিশকে। ঘটনায় নড়েচড়ে বসেছে নেতাজি নগর থানার পুলিশ। শুধু তাই নয়, স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে মূল অভিযুক্ত জয়ন্ত সহ ছয়জনকে। বুধবার ঘটনাটি ঘটেছে নেতাজিনগর থানা এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। কীভাবে এবং কেন এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, নেতাজি নগর থানা এলাকার চার নম্বর কলোনির বাসিন্দা দীপায়ন ঘোষ। তিনি পেশায় আইনজীবী। অভিযোগ, মূল অভিযুক্ত জয়ন্ত ঘোষ এবং দলবল প্রথমে দীপায়ন ঘোষকে ফোনে হুমকি দেন। এমনকী পরে বাড়িতে এসে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ওই আইনজীবীকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার পরেই স্থানীয় নেতাজি নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দীপায়ন ঘোষ। অভিযোগ পাওয়া মাত্র ‘অ্যাকশনে’ নামে পুলিশ। কর্তব্যরত অফিসার এসআই দীনবন্ধু খেসের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযুক্ত জয়ন্তকে ধরতে যায়।

সেই সময় জয়ন্তের দলবল রাস্তাতেই পুলিশকে বাধা দেয় এবং হেনস্তা করে বলে অভিযোগ। ঘটনাস্থল থেকেই প্রথমে তিনজনকে আটক করে পুলিশ। কার্যত তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করেই পুলিশ আধিকারিকরা জানতে পারেন মূল অভিযুক্ত বাঘাযতীন হাসপাতালে গিয়েছেন। দ্রুত সেখানে ছুটে যান পুলিশ আধিকারিকরা। কিন্তু সেখানে জয়ন্তকে ধরতে গেলে হঠাৎ করেই সার্জিকাল কাঁচি হাতে পুলিশের উপর সে হামলা চালায় বলে অভিযোগ। জখম হন এক পুলিশকর্মীও। যদিও শেষমেশ জয়ন্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement