Advertisement
Advertisement

কালীর ঘাটের গোপন কথা

জানেন কি, কালীঘাটে কালী মন্দিরের কাছেই রয়েছে কালীর ঘাট?

The Unknown History Of Kalir Ghat Penned By Famous Artist Rathin Mitra
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 12, 2016 10:58 am
  • Updated:September 12, 2016 11:20 am  

rathinmitra_webরথীন মিত্র: হুজুরিমল ছিলেন পাঞ্জাবি শিখ, উমিচাঁদের শ্যালক এবং জগৎশেঠ ফতেচাঁদের মুৎসুদ্দি৷ তিনি ১৭৬৪ সালে বক্সার যুদ্ধের সময় কোম্পানির বহু উপকার করেন৷ তখনকার ইংরেজ গভর্নর ভেরেলেস্ট সাহেব হুজুরিমলের এই সাহায্যের জন্যে পুরস্কৃত করতে চাইলে তিনি অন্য কোনও পুরস্কার না নিয়ে কালীঘাটের ১২ বিঘা জমি চান৷ ভেরেলেস্ট সাহেব কালীঘাটের দেবোত্তর সম্পত্তির মধ্যে ১২ বিঘা জমি কালীর সেবায়েতদের কাছ থেকে নিয়ে তার বদলে সাহানগরে ১২ বিঘা জমি হালদার মশাইদের নিষ্কর করে দেন৷

Advertisement
kalighat1_web
পুরনো ছবিতে কালীর ঘাট

হুজুরিমল কোম্পানির কাছ থেকে দানরূপে যে জমি পান, তা তিনি ব্যবহার করেননি৷ বোধহয় দানের জমিতে মন্দিরাদি প্রতিষ্ঠা করলে পুণ্য হবে না, এই ভেবেই তিনি নিজের টাকায় গঙ্গার ঘাট ও চাঁদনি তৈরি করিয়ে দেন ১৭৭০-১৭৭১ সালের মধ্যে৷

kalighat2_web
কালীর ঘাট: ব্রিটিশ যুগের রেখাচিত্র

কালীঘাটে কালী মন্দিরের কাছেই কালীর ঘাট৷ ইটের তৈরি এই ঘাটের যে ছাউনি, তার গায়ে ডানদিকে থামের উপরে শ্বেতপাথরের ফলকে লেখা– ‘শ্রীশ্রী কালীমাতা চিত্রগুপ্ত বংশোদ্ভব শ্রীবাস্তবাকায়সু লালা দুর্গাপ্রসাদের জ্যেষ্ঠপুত্র লালা বামচরণের স্বর্গগতা পত্নী চিরজ্ঞি দেবীর অনুমত্যানুসারে লালা লছমনপ্রসাদ ও তাঁহার জ্যেষ্ঠ পুত্র শ্রী পঞ্চমরাম কর্তৃক সর্বসাধারণের স্নানের জন্য এই ঘাট প্রতিষ্ঠিত হইল৷ সন ১৩৩২ সাল ১০ জ্যৈষ্ঠ একাদশী তিথি৷’
ফলকের একেবারে নিচে ছোট হরফে লেখা ইঞ্জিনিয়র জ্ঞানেন্দ্রনাথ রায়৷

kalighat3_web
পুরনো লিথোগ্রাফে ছাপা কালীঘাটের প্রতিমা

এই ঘাটটির অবস্থা অত্যন্ত অপরিচ্ছন্ন৷ নোংরা দুর্গন্ধযুক্ত কালো জলে যখন-তখন ভেসে থাকতে দেখা যায় মরা জীবজন্তু৷ বাঁ-পাশে খেয়া পারাপারের ব্যবস্থা নৌকোর পর নৌকো সাজিয়ে৷ এভাবে কালীঘাট থেকে চেতলা যাওয়া যেত পাঁচ পয়সা দিয়ে৷

kalighat4_web
রথীন মিত্রর রেখাচিত্রে কালীর ঘাট

ঘাটের বাঁ-দিকে সাবিত্রী সত্যবান, শনিঠাকুরের মূর্তি৷ শ্রাদ্ধ করার ছোট ঘর৷ ডানদিকে হনুমান ও সাবিত্রী-সত্যবানের মূর্তি৷ ঘাটে ঢোকার মুখে ডানদিকে দেবীদত্ত দুধওয়ালা ধর্মশালা৷ আর দু’পাশেই কিছু বেআইনি দখলদার ঝুপড়ি ও ঘরবাড়ি৷
আদিগঙ্গার পূর্বদিকে মহীশূর রাজঘাট ও উদ্যানের ঘাটও এখন আর জনসাধারণের ব্যবহারের উপযোগী নয়৷ রাজঘাটের বাঁ-দিকে কেওড়াতলা মহাশ্মশান কালীঘাট ছুঁয়ে এই গঙ্গা (আদিগঙ্গা) টালিগঞ্জ হয়ে সাগরে গিয়ে মিলেছে৷

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement