Advertisement
Advertisement
Gold

সোনার দাম গগনচুম্বী! ২৪ ক্যারেটের মূল্য ছুঁল ৯৮ হাজারের গণ্ডি

বৃহস্পতিবার দাম একটু কমেছে।

The price of pure gold crosses 98,000 rupees

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:April 17, 2025 6:49 pm
  • Updated:April 17, 2025 8:13 pm   

নয়াদিল্লি: নতুন রেকর্ড করল সোনার দাম। বুধবার প্রথমবারের জন্য ৯৮ হাজার টাকা পার করল হলুদ ধাতু। এক ধাক্কায় ১৬৫০ টাকা বৃদ্ধি পেয়ে বুধবার এক সময় দিল্লিতে ৯৯.৯ শতাংশের পাকা সোনার দাম পৌঁছে যায় ৯৮১০০ টাকায়। আমেরিকা ও চিনের মধ্যে বাণিজ্যিক লেনদেনের উত্তেজনার প্রভাব পড়েই সোনার এই মূল্যবৃদ্ধি বলে বিশেষজ্ঞদের অভিমত। তবে আজকে অর্থাৎ বৃহস্পতিবার দাম একটু কমেছে। আজকে দাম হয়েছে ৯৭ হাজার ৯৪৫ টাকা।

Advertisement

অল ইন্ডিয়া সারাফা অ্যাসোসিয়েশন জানিয়েছে, মঙ্গলবার বাংলা নববর্ষের দিনে এই সোনার দাম ছিল ৯৬৪৫০ টাকা। বুধবার সকালেই এক ধাক্কায় তা অনেকটাই বেড়েছে। বাংলা বছরের শুরুতেই বিয়ের মরশুমে বাঙালিদের ধরে যখন গয়না কেনার প্রবণতা দেখা দেবে তার আগেই এমন মূল্যবৃদ্ধিতে মধ্যবিত্তের কপালে ভাঁজ নিশ্চিতভাবেই। সোনার দাম যে কয়েক দিনের মধ্যেই লাখ টাকা পার করবে তা অনেকেই আগাম পূর্বাভাস দিয়েছিলেন সম্ভবত অল্প কয়েকদিনের মধ্যেই তা হতে চলেছে।

পাঁচ বছরের মধ্যেই কার্যত দ্বিগুণ হল সোনার দাম। আন্তর্জাতিক বাজারে সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। প্রতি আউন্স সোনার দাম ৩৩১৮ মার্কিন ডলার। তবে বৃহস্পতিবার দাম একটু কমেছে। তবে তা খুবই সামান্য।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ