বিধান নস্কর ও ফারুক আলম: সামনেই দীপান্বিতা অমাবস্যা! আলোর উৎসব। শ্যামার আরাধনায় মাতবে বাংলার মানুষ। শুধু তাই নয়, রয়েছে ছটপুজো এবং জগদ্ধাত্রী পুজোও। আর সেই উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় নিউটাউন অ্যাকশন এরিয়া ১-র অগ্নিনির্বাপন দপ্তরে প্রায় সব জেলার আধিকারিকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন দমকল মন্ত্রী সুজিত বসু।
যেখানে উৎসবের দিনগুলিতে অগ্নি নির্বাপণ ব্যবস্থা এবং সুরক্ষা সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে মন্ত্রী জানান, “এই মুহূর্তে রাজ্য জুড়ে ১৬৬ টি ফায়ার স্টেশন রয়েছে। কালীপুজো, জগদ্ধাত্রী ও ছটপুজো উপলক্ষে আরও ৫১ টি অস্থায়ী দমকল কেন্দ্র গড়ে তোলা হচ্ছে।” একই সঙ্গে চন্দননগর, বারাসত, কৃষ্ণনগর, নৈহাটির পাশাপাশি বাজি বাজার এলাকায় অস্থায়ী দমকল কেন্দ্র গড়ে তোলার কাজে জোর দেওয়া হবে বলেও জানিয়েছেন দমকলমন্ত্রী।
আগামী ২০ তারিখ কালী পুজো। হাতে আর কয়েকটা দিন। একেবারে জোরকদমে চলছে প্রস্তুতি। আর সেকথা মাথায় রেখেই কালীপুজোর আগের দিন অর্থাৎ ১৯ তারিখ থেকেই ময়দানে নেমে পড়ছে দমকল। সুজিত বসু এদিন জানান, ”শতাধিকেরও বেশি ফায়ার স্টেশন ছাড়া আরও ৫১ টি অতিরিক্ত অস্থায়ী ফায়ার স্টেশন অগ্নি নির্বাপণ কেন্দ্র তৈরি করা হবে।” তাঁর কথায়, এই অস্থায়ী স্টেশনগুলি কলকাতা, বারাসাত, নৈহাটি এবং যে সমস্ত জায়গায় বাজি বাজারে তৈরি করা হবে। এছাড়াও দমকলের হাতে যে সমস্ত মোটরসাইকেল রয়েছে সেগুলিকেও ব্যবহার করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। এছাড়াও সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে কালী পুজোর আগের দিন যেমন ১৯ তারিখ থেকেই দমকলকর্মীরা রাস্তায় থাকবেন বলেও জানিয়েছেন তিনি।
সুজিত বসু বলেন, ”১৯ তারিখ থেকেই দমকলের লোকেরা রাস্তায় থাকবেন।”। অন্যদিকে কালীপুজো মিটলেই রয়েছে ছট। তা নিয়েও এদিন আলোচনা হয় বৈঠক। মন্ত্রী বলেন, ”ছট পুজোতে ঘাটে ঘাটে নজরদারি চলবে। যে সমস্ত ক্যাম্প তৈরি করা হয় সেগুলিতেও বাড়তি নজরদারি চলবে।” একই সঙ্গে জগদ্ধাত্রী পুজোর কথা মাথায় রেখেও তৈরি থাকছে দমকল। বিশেষ করে চন্দননগরে চারদিন ধরে পুজো চলে। দুর্গাপুজো থেকে কোনও অংশে কম নয়। সেদিকেও বাড়তি নজর থাকছে বলে এদিন জানান সুজিত বসু। তিনি বলেন, জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরে বড় করে হয়। সেখানে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুজোর দিনগুলিতে মানুষের যাতে কোনও সমস্যা না হয় সেদিকে বিশেষ নজরদারি চালানো হবে।” চন্দননগরের পাশাপাশি কলকাতাতেও বিশেষ নজর থাকবে বলেও জানান দমকলমন্ত্রী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.