স্টাফ রিপোর্টার: পুলিশ হেফাজতে থাকাকালীন পরীক্ষা দিয়েছিলেন গণপিটুনিতে খুনের অভিযোগে ধৃত ছাত্র পবিত্র মুর্মু। বর্তমানে ওই পড়ুয়া জেল হেফাজতে রয়েছেন। এবার জেল থেকে ইউপিএসসি পরীক্ষা দিচ্ছেন তিনি। আজ, রবিবার ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা। পুলিশের ঘেরাটোপে আজ পরীক্ষাকেন্দ্রে বসে পরীক্ষা দেবেন পবিত্র।
গত বছরের ২৮ জুন বউবাজারে মুচিপাড়া থানা এলাকায়, উদয়ন হস্টেলের মোবাইল চোর সন্দেহে ইরশাদ আলমকে গণপিটুনি দিয়ে খুন করা হয়। রাস্তা থেকে তাঁকে হস্টেলে টেনে নিয়ে গিয়ে আবাসিকরা মিলে তাঁকে গণপিটুনি দেয় বলে অভিযোগ। ওই ঘটনায় ১৭ জন আবাসিককে পুলিশ গ্রেপ্তার করেছিল। যদিও তাঁদের মধ্যে ১০ জনের বিরুদ্ধে কোনও প্রমাণ না পাওয়া যায়নি। বাকি সাতজনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। এই সাতজনের মধ্যে পবিত্র রয়েছেন। সেই সময় পুলিশ হেফাজতে থাকাকালীন তিন অভিযুক্ত পড়ুয়া প্রদীপ দাস, ঋতম হালদার ও পবিত্র মুর্মু স্নাতকের পরীক্ষা দিয়েছিলেন বলে খবর।
তাদের পরীক্ষার দিনই ওই মামলায় শুনানি ছিল। পরীক্ষা দেওয়ার পর তিন ছাত্রকে আদালতে পেশ করা হয়েছিল বর্তমানে অভিযুক্তরা প্রেসিডেন্সি জেলে রয়েছেন। জেল থেকে পবিত্র ইউপিএসসি মতো কঠিন পরীক্ষার প্রস্তুতি নিতে থাকেন। জেল সূত্রে খবর, পবিত্র মেধাবী। জেলে থেকেই ইউপিএসসির প্রস্তুতি নিচ্ছেন। পরীক্ষার প্রস্তুতির জন্য প্রয়োজনই বইপত্রও দেওয়া হয়েছে। হরিদেবপুর থানা এলাকায় পশ্চিম পুটিয়ারি সুখরঞ্জন বিদ্যামন্দির সেন্টারে তাঁর ইউপিএসসি পরীক্ষার সেন্টার পড়েছে। সুষ্ঠুভাবে যাতে পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিতে পারে তার জন্য জেল কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা করেছে। আজ, প্রেসিডেন্সি থেকে তাঁকে নির্ধারিত সময়ে পুলিশ হেফাজতে পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়া হবে। পুলিশের ঘেরাটোপে পরীক্ষা দেবেন। পরীক্ষা শেষে তাঁকে জেলে ফিরিয়ে আনা হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.