Advertisement
Advertisement
Amit Shah-Suvendu Adhikari

‘তিনটি কাজের জন্য ধন্যবাদ’, নেতাজি ইন্ডোরে ‘শাহী’ সভায় কীসের উল্লেখ শুভেন্দুর?

রবিবার নেতাজি ইন্ডোরে 'বিজয় সংকল্প কার্যকর্তা সম্মেলনে' যোগ দিয়েছেন অমিত শাহ।

Suvendu Adhikari thanks Amit Shah for his three works for Bengal
Published by: Sucheta Sengupta
  • Posted:June 1, 2025 4:31 pm
  • Updated:June 1, 2025 4:35 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন দুই আগে বঙ্গ সফরে এসে ছাব্বিশের বিধানসভা ভোটের দামামা বাজিয়ে দিয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত ২৯ মে আলিপুরদুয়ারের সভা থেকে তৃণমূল সরকারকে যথেচ্ছ আক্রমণ শোনা গিয়েছিল তাঁর গলায়। আর রবিবার সেই সুরই আরও চড়িয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নেতাজি ইন্ডোরে ‘বিজয় সংকল্প কার্যকর্তা সম্মেলন’ থেকে দলকে ভোটের লড়াইয়ে ভোকাল টনিক দিয়েছেন। এই সভাতেই অপারেশন সিঁদুর পরবর্তী সময়ে এ রাজ্যের তিন প্রাপ্তির কথা উল্লেখ করে শাহকে ধন্যবাদ জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Advertisement

স্বরাষ্ট্রমন্ত্রীর সেই তিন কাজ কী? শুভেন্দুর কথায়, ”বেশি কথা আমি বলতে চাই না এখানে। শুধু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর তিনটি কাজের জন্য তাঁকে ধন্যবাদ জানাতে চাই। প্রথমটি হল, পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত তিন রাজ্যবাসীর মধ্যে একজন টালিগঞ্জের বিতান অধিকারী। তাঁর স্ত্রী আগেই নাগরিকত্বের আবেদন জানিয়েছিলেন। আমাদের আর্জি মেনে অমিত শাহজি দ্রুত তাঁকে নাগরিকত্ব দিয়েছেন। দ্বিতীয়ত, পাকিস্তানে আটকে পড়া বাংলার বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে সুস্থ অবস্থায় নিরাপদে দেশে ফিরিয়ে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া। আর তৃতীয়ত, বাংলাদেশে আটক কোচবিহারের কৃষক উকিল বর্মনকে একইভাবে নিরাপদে দেশে ফিরিয়ে আনা। সীমান্তে বিএসএফকে সক্রিয় করে তবেই এই কাজ সাফল্যের সঙ্গে করেছেন তিনি। এর জন্য আমরা, বাংলার মানুষ তাঁর কাছে কৃতজ্ঞ।”

শাহের যে তিন ‘কীর্তি’র কথা উল্লেখ করলেন শুভেন্দু, তা সত্যিই প্রশংসনীয়। কিন্তু রাজনৈতিক মহলের একাংশের মত, প্রতিটি ইস্যুই স্বরাষ্ট্রমন্ত্রকের বিষয়। অন্য কারও এসব সমস্যা সমাধানের এক্তিয়ার ছিল না। সেইমতোই তিনি কাজ করেছেন। শুভেন্দুকে কটাক্ষ করেই তাঁরা মনে করিয়ে দিলেন, এতে অতিরিক্ত কোনও কৃতিত্ব নেই।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ