ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তথ্য গোপন ও তদন্তে অসহযোগিতার অভিযোগে মঙ্গলবার রাতে গ্রেপ্তার হয়েছেন ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্র (Sujay Krishna Bhadra)। বুধবার দুপুরে তাঁকে তোলা হবে ব্যাঙ্কশাল আদালতে। জানা গিয়েছে, এক তৃণমূল নেতার মোবাইলের তথ্যের ভিত্তিতেই এই গ্রেপ্তারি।
মাস চারেক আগে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত গোপাল দলপতির মুখে প্রথম শোনা গিয়েছেল ‘কালীঘাটের কাকু’ (Kalighater Kaku) সুজয়কৃষ্ণ ভদ্রের নাম। তারপর থেকে একাধিক ধৃতের মুখে শোনা গিয়েছে তাঁর নাম। জেরার মুখেও পড়তে হয়েছে সুজয়কৃষ্ণকে। অবশেষে মঙ্গলবার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে গ্রেপ্তার ‘কালীঘাটের কাকু’। বুধবার সকাল ১০ টায় তাঁকে নিয়ে যাওয়া হবে মেডিক্যাল পরীক্ষার জন্য। এরপর দুপুর ২ টোয় তাঁকে নিয়ে যাওয়া হবে ব্যাঙ্কশাল আদালতে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.