সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিয়ালদহ স্টেশনের নামবদল ইস্যুতে এবার মনীষীদের নিয়ে বাকযুদ্ধে জড়াল বিজেপি-তৃণমূল। বিজেপির প্রস্তাব, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে হোক নতুন নাম। তা খারিজ করে তৃণমূল স্মরণ করল স্বামী বিবেকানন্দকে। এনিয়ে ফের নয়া বিতর্ক শুরু হয়েছে। অনেকেই যোগীরাজ্যে ঘনঘন স্টেশন ও বিভিন্ন পরিচিত স্থানের নাম পরিবর্তনের সঙ্গে এর তুলনা করছেন। দেশের ব্যস্ততম রেল স্টেশনের এতদিনকার নাম বদলের প্রয়োজনই বা কী? উঠছে এই প্রশ্নও।
পূর্ব রেলের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে রবিবার। রানাঘাট-শিয়ালদহ এসি লোকাল ট্রেনের উদ্বোধন হয়েছে। সোমবার অর্থাৎ ১১ আগস্ট থেকে ওই রুটে যাত্রীদের নিয়ে ছুটবে এসি ট্রেনটি। এদিন সেই উদ্বোধনী অনুষ্ঠানে শিয়ালদহ স্টেশনে বক্তব্য রাখেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, ”আমরা জানি যে রেলস্টেশনের নাম অনেকটাই নির্ভর করে রাজ্য সরকারের প্রস্তাবের উপর। আজকের দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার আর্জি এই যে কেন্দ্রের কাছে এই প্রস্তাব করুন, এই স্টেশনের নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করতে। একসময়ে এই স্টেশনে হাজার হাজার উদ্বাস্তু এসেছেন। আর তাঁদের জন্য সবচেয়ে বেশি কাজ যিনি করেছেন, সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামেই এই স্টেশনের নাম হোক।”
সুকান্ত মজুমদারের এই প্রস্তাবের পালটা দিয়েছেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এদিন চুঁচুড়ায় এক অনুষ্ঠান থেকে তাঁর বক্তব্য, ”শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শ্রদ্ধেয় ব্যক্তি। তাঁর নামে তো বন্দর রয়েছে, শিয়ালদহ স্টেশন কেন? স্বামী বিবেকানন্দকে সামনে রেখে শিয়ালদহ স্টেশনের নাম স্বামী বিবেকানন্দ নামে করা হোক। কারণ, শিকাগো ধর্মসভায় ঐতিহাসিক বক্তৃতার পর তিনি জাহাজ থেকে ফেরার পথে শিয়ালদহে নেমেছিলেন। শিয়ালদহ স্টেশনে বিশ্বজয়ের পর এসেছিলেন স্বামী বিবেকানন্দ। যদি নামবদল করতেই হয়, তাঁর নামে করা হোক।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.