Advertisement
Advertisement
Sujay krishna bhadra

অস্ত্রোপচারের পর জেলে ফিরেই ফের অসুস্থ কালীঘাটের কাকু, ভরতি SSKM’এ

ইডি তল্লাশি নিয়ে প্রশ্ন করতেই মেজাজ হারালেন সুজয়কৃষ্ণ ভদ্র।

Sujay krishna bhadra admitted in SSKM hospital | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:August 23, 2023 8:57 am
  • Updated:August 23, 2023 9:16 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ত্রোপচারের পর জেলে ফিরেই ফের অসুস্থ কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র। মঙ্গলবার গভীর রাতে তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। সেখানে ইডি তল্লাশি নিয়ে প্রশ্ন করা হলে মেজাজ হারান সুজয়কৃষ্ণ ভদ্র। সাংবাদিকদের তীব্র ভর্ৎসনা করেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বুকে ব্যথা নিয়ে এসএসকেএমে ভরতি করা হয়েছে কালীঘাটের কাকুকে।

Advertisement

কয়েক মাস আগেই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। তার কিছুদিনের মধ্যেই তাঁর স্ত্রীর মৃত্যু হয়। সেই সময় প্যারোলে ছাড়া পেয়েছিলেন সুজয়কৃষ্ণ। তারপর জেলে ফিরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। ভরতি করা হয় এসএসকেএমে। পরবর্তীতে তাঁর চিকিৎসা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। হার্টের পরিস্থিতি ভাল না হওয়ায় অস্ত্রোপচার জরুরি ছিল। এদিকে এসএসকেএমে অপারেশনে রাজি ছিলেন না কালীঘাটের কাকু। তিনি বারবার বেসরকারি হাসপাতালে চিকিৎসার আবেদন করে আদালতে। তার প্রতিবাদ করে ইডি। শেষে বেসরকারি হাসপাতালেই হয় অস্ত্রোপচার। 

[আরও পড়ুন: মিনিবাস ও অটোর মুখোমুখি সংঘর্ষ, ডায়মন্ড হারবারে মৃত ২, আশঙ্কাজনক আরও ৫

মঙ্গলবারই অস্ত্রোপচারের পর জেলে ফিরেছিলেন কালীঘাটের কাকু। সন্ধেয় ফের শুরু হয় বুকে ব্যথা। রাতে তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। বর্তমানে আইসিইউ-তে রয়েছেন তিনি। প্রসঙ্গত, এদিন হাসপাতালে ঢোকার মুখে ইডি তল্লাশি নিয়ে প্রশ্ন করা হয় সুজয়কৃষ্ণকে। সেখানেই মেজাজ হারান তিনি। সাংবাদিকদের বলেন, “তোদের বাপের কী!” 

[আরও পড়ুন: পুলিশের উদ্যোগে ‘পথের দিশা’, কোচিং নিয়ে চাকরি পেল পুরুলিয়ার ১৯ যুবক

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement