স্টাফ রিপোর্টার: পূর্ব ঘোষণামাফিক একাদশ, দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষার মডেল উত্তরপত্র আপলোড করল স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। শনিবার এসএসসি’র ওয়েবসাইটে উত্তরপত্র আপলোড করা হয়েছে। এর আগে গত ১৬ সেপ্টেম্বর নবম, দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষার মডেল উত্তরপত্র আপলোড করে এসএসসি।
গত রবিবার সাংবাদিকদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, ১৬ সেপ্টেম্বর নবম, দশম এবং ২০ সেপ্টেম্বর একাদশ, দ্বাদশের শিক্ষক নিয়োগের মডেল প্রশ্নপত্র আপলোড করবে এসএসসি। সেইমতো আগে নবম ও দশমের এবং এদিন একাদশ ও দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নের উত্তরপত্র আপলোড করা হয়।
প্রসঙ্গত, নবম, দশম এবং একাদশ ও দ্বাদশের আপলোড করা উত্তরপত্র রবিবার থেকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবেন চাকরিপ্রার্থীরা। আগামী পাঁচদিন ওয়েবসাইটেই তাঁরা চ্যালেঞ্জ করতে পারবেন। তবে চ্যালেঞ্জ করার ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের কয়েকটি শর্ত মানতে হবে বলে এসএসসি জানিয়েছে। এসএসসি আগেই জানিয়েছিল, প্রার্থীদের কাছ থেকে আসা চ্যালেঞ্জগুলি খতিয়ে দেখবেন বিশেষজ্ঞ অধ্যাপক বা সংশ্লিষ্ট বিষয়ের বিশিষ্টজনেরা। চ্যালেঞ্জের জন্য অন্তত দুটো যথাযথ সাপোর্টিং ডকুমেন্ট জমা করতে হবে অনলাইনে। প্রতি উত্তর চ্যালেঞ্জের জন্য ১০০ টাকা করে দিতে হবে। প্রার্থীদের দেওয়া উত্তর ঠিক হলে টাকা ফেরত দেওয়া হবে বলে এসএসসি’র তরফে জানান হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.