Advertisement
Advertisement
SSC

আজ এসএসসির দ্বিতীয় দফা, প্রথম দিনের মতোই সুষ্ঠু পরীক্ষা চায় কমিশন

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নির্দেশে তাঁর দপ্তর এবং এসএসসি পরীক্ষার্থীদের স্বার্থে যাবতীয় ব্যবস্থাপনা করেছে।

Second phase of SSC teacher recruitment exam today
Published by: Subhankar Patra
  • Posted:September 14, 2025 9:02 am
  • Updated:September 14, 2025 9:02 am   

স্টাফ রিপোর্টার: এসএসসির দ্বিতীয় দফায় আজ, রবিবার একাদশ, দ্বাদশের সাড়ে ১২ হাজার পদে শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসছেন প্রায় আড়াই লক্ষ পরীক্ষার্থী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হোক, পরীক্ষার্থীরা নিশ্চিন্তে নির্বিঘ্নে পরীক্ষা দিন। সেই অনুযায়ী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নির্দেশে তাঁর দপ্তর এবং এসএসসি পরীক্ষার্থীদের স্বার্থে যাবতীয় ব্যবস্থাপনা করেছে।

Advertisement

শনিবার যা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, “মুখ্যমন্ত্রী যা যা নির্দেশ দিয়েছিলেন আমরা সেই মোতাবেক এসএসসিকে জানিয়েছি এবং আমি সমস্ত পরীক্ষার্থীকে আশ্বস্ত করতে চাই যে, প্রশাসনের তরফে সর্বোচ্চ স্তরে ব্যবস্থা নেওয়া আছে। আপনারা শান্তভাবে পরীক্ষা দিন।” পরীক্ষার্থীদের আশ্বস্ত করে শিক্ষামন্ত্রী বলেছেন, “আমাদের দিক থেকে, দপ্তরের দিক থেকে তো বটেই, মুখ্যমন্ত্রী সর্বোচ্চ স্তর থেকে এবং এসএসসি-ও নির্ভুল এবং অভ্রান্তভাবে প্রস্তুতি নিয়েছে। আশা রাখছি, পরীক্ষা শান্ত এবং নির্বিঘ্নে শেষ হবে।”

শিক্ষামন্ত্রীর আরও বক্তব্য, “বোঝাই যাচ্ছে বাইরের রাজ্যে কোনও চাকরি নেই। বিজেপিশাসিত রাজ্যগুলোয় কোনও চাকরি নেই। তাই তাঁরা এখানে চলে আসছেন। আমরা কি বাইরের রাজ্য থেকে আসা ছেলেমেয়েদের অপমান করব? তাঁরা হিন্দি বলেন বলে আমরা কি তাঁদের তাড়া করব? সেটা আমরা করব না।” শিক্ষামন্ত্রীর কথায়, “আমরা সব ভাষাকে মান্যতা দিয়ে ভারতের সংবিধানকে সম্মান জানিয়ে তাঁদের স্বাগত জানাব।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ