Advertisement
Advertisement
RG Kar Medical College

অভয়ার পরিবারের আর জি করের ক্রাইম সিনে যাওয়ার অনুমতি খারিজ, সিবিআইকে ভর্ৎসনা শিয়ালদহ আদালতের

সওয়াল জবাবের পর অভয়ার পরিবারের আর্জি খারিজ করে আদালত।

Sealdah court slams CBI for not allowing RG Kar doctor's family in crime scene
Published by: Sayani Sen
  • Posted:July 9, 2025 5:28 pm
  • Updated:July 9, 2025 5:29 pm   

অর্ণব আইচ: অভয়ার পরিবারের আর জি করের ক্রাইম সিনে যাওয়ার অনুমতি খারিজ করল শিয়ালদহ আদালত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে ভর্ৎসনা শিয়ালদহ আদালতের।

Advertisement

বুধবার সওয়াল জবাবের সময় বিচারকের প্রশ্ন, তাহলে অভয়ার পরিবার কি মনে করছে সিবিআই কাজ করেনি? স্বাধীন ফরেন্সিক বিশেষজ্ঞ নিয়ে যেতে চায় অভয়ার পরিবার। মনে হচ্ছে সমান্তরাল তদন্ত চাইছে। তবে কি সিবিআইয়ের ফরেনসিক বিশেষজ্ঞরা কোনও কাজ করেননি? ভাবতে অবাক লাগছে, সিবিআইয়ের অবস্থা এত শোচনীয় যে তারা এখনও নো অবজেকশন দেয়নি। সিবিআই চার্জশিট জমা দেওয়ার সময় সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে কিছু উল্লেখ করেনি। তার ফলে জামিনে মুক্তি পেয়ে গিয়েছে তারা। সওয়াল জবাবের পর অভয়ার পরিবারের আর্জি খারিজ করে আদালত।

প্রসঙ্গত, গত ২০২৪ সালের ৯ আগস্ট আর জি করে ধর্ষণ ও খুন হন কর্তব্যরত এক তরুণী চিকিৎসক। তাঁর মৃত্যুতে উত্তাল হয়ে ওঠে বাংলা। কয়েকঘণ্টার মধ্যে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে তদন্তভার পায় সিবিআই। এদিকে কর্মবিরতিতে শামিল হন জুনিয়র ডাক্তারদের একাংশ। তবে বিরোধীদের, বিশেষ করে বাম-অতিবাম দলগুলোর নানা কুৎসা সত্ত্বেও পুলিশের তদন্তেই মান্যতা দেয় সিবিআই। কিন্তু এখনও ধর্ষণ ও খুনের মামলায় সঞ্জয় ছাড়া আর কেউ গ্রেপ্তার হয়নি। তবে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছে আদালত। তাকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই সাজায় আমজনতার পাশাপাশি খুশি নয় রাজ্যও। দোষীর ফাঁসির দাবি জানিয়ে হাই কোর্টে যায় রাজ্য। যদিও বুধবারই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় সঞ্জয়। বেকসুর খালাসের দাবি জানায় সে।আগামী সোমবার মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ