ফাইল ছবি
অভিরূপ দাস: ডিগ্রি বিতর্কে শাস্তির খাঁড়া নামল চিকিৎসক-নেতা শান্তনু সেনের উপর। দু’বছরের জন্য তাঁকে রেজিস্ট্রেশন বাতিল করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। এই ২ বছর তিনি ডাক্তারি করতে পারবেন না। তবে মেডিক্যাল কাউন্সিলরের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছেন ডাঃ শান্তনু সেন। তিনি জানিয়েছেন, তাঁর সঙ্গে কথা না বলে, ব্যাখ্যার সুযোগ না দিয়েই এই রেজিস্ট্রেশন বাতিল করা হল। তা মোটেই কাম্য নয়। ডাক্তার সেন রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।
ডাক্তার শান্তনু সেন মূলত রেডিওলজিস্ট। সেই হিসেবে দীর্ঘকাল প্র্যাকটিস করেছেন তিনি। এমবিবিএস বাদে তাঁর আরও কিছু ডিগ্রি রয়েছে। তার মধ্যে অন্যতম গ্লাসগো থেকে একটি সাম্মানিক ডিগ্রি। শান্তনু সেন সেই ডিগ্রি ব্যবহার করতেন। এ বিষয়ে তাঁর থেকে জানতে চায় রাজ্য মেডিক্যাল কাউন্সিল। কিন্তু অভিযোগ, কাউন্সিলের এথিক্স কমিটি তাঁকে বারবার তলব করলেও তিনি হাজিরা দেননি, ব্যাখ্যাও দেননি। সেই কারণে শেষমেশ ২ বছরের জন্য শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিল করে তাঁকে সাসপেন্ড করা হল। এমনই জানিয়েছেন পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের সভাপতি ডাক্তার সুদীপ্ত রায়।
বৃহস্পতিবার সাসপেনশনের খবর পেয়ে তীব্র প্রতিক্রিয়া জানান শান্তনু সেন। ‘সংবাদ প্রতিদিন’কে ফোনে তিনি জানান, ”আমার সঙ্গে কোনও কথা হয়নি। আমাকে আমার কথা বলার সুযোগও দেওয়া হয়নি। আলোচনা ছাড়াই রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি সাংবাদিকদের জানিয়ে দিলেন যে আমাকে সাসপেন্ড করা হয়েছে। আমার আগে সেই খবর সাংবাদিকদের কাছে পৌঁছে গেল! গ্লাসগো থেকে আমি একটি সাম্মানিক ডিগ্রি পেয়েছি। মেডিক্যাল কাউন্সিলের অনুমতি অনুযায়ী আমি তা ব্যবহার করি। কিন্তু এখন এই কারণে আমার রেজিস্ট্রেশন বাতিল করা হল! আমি এর বিরুদ্ধে চ্যালেঞ্জ করে আদালতে যাব এবং জিতবই। আমি কাউন্সিলের বিরুদ্ধে মানহানির মামলা করব।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.