ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একুশের বিধানসভা ভোটে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ডেলি প্যাসেঞ্জারি করেও হার আটকাতে পারেনি। বাংলাকে বঞ্চনার বিরুদ্ধে তার পর থেকে লাগাতার প্রতিবাদ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের কাজের টাকার দাবিতে দিল্লিতে ধরনার আওয়াজ তুলেছেন। ভোটে হেরে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে কাজে লাগিয়ে বিরোধী নেতা-মন্ত্রীদের বারবার হেনস্তা করেছে কেন্দ্রের বিজেপি সরকার। এমন অভিযোগ বরাবর সরব তৃণমূল কংগ্রেস। এবার বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের ভিডিওকে হাতিয়ার করে কেন্দ্রের ‘চক্রান্তে’র বিরুদ্ধে সোচ্চার হল ঘাসফুল শিবির।
নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার ইডি দপ্তরে হাজিরা দিতে পৌঁছে যান অভিষেক। ইন্ডিয়া জোটের কো-অর্ডিনেশন কমিটির বৈঠকে যাওয়া আটকাতেই অভিষেককে ওই দিনই ইডি দিয়ে তলব করে কেন্দ্র সরকার হেনস্তা করতে চাইছে বলে তোপ দাগে তৃণমূল। তবে রূপা গঙ্গোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্যই হয়ে উঠল তৃণমূলের তুরুপের তাস।
In a startling confession, heavyweight and former Rajya Sabha MP , has pulled back the curtain on the putrid underbelly of her own party.
With brutal candor, she has admitted that within the BJP’s hallowed halls reside corrupt leaders who, by all rights,…
— All India Trinamool Congress (@AITCofficial)
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিজেপির রাজ্যসভার প্রাক্তন সাংসদ বলে দেন, “যেদিন ইডি কিংবা সিবিআই আমার পার্টির একটি লোককে ধরবে, যে দুর্নীতির সঙ্গে যুক্ত আছে বা ছিল। আমি ভীষণ খুশি হব।” X হ্যান্ডেলে সাক্ষাৎকারের এই অংশটুকু তুলে ধরেই কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছে তৃণমূল। লিখেছে, বিজেপির হেভিওয়েট নেত্রী তথা প্রাক্তন রাজ্যসভার প্রাক্তন সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় নিজেই নিজের দলের উপর থেকে পর্দাটা সরিয়ে দিয়েছেন। তিনিও মনে করেন, বিজেপির যাঁরা দুর্নীতির সঙ্গে যুক্ত, তাঁদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। গ্রেপ্তার করা না হলেও ইডি-সিবিআই অন্তত দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে তদন্ত করুক।
অভিষেককে ইডির তলবের দিনই এই ভিডিওটি পোস্ট করে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে ঘাসফুল শিবির। যদিও এখনও পর্যন্ত এ নিয়ে গেরুয়া শিবিরের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.