Advertisement
Advertisement
RG Kar

‘বিচার ছিনিয়ে আনব’, আর জি কর কাণ্ডের একশো দিনে সরব অভয়ার বাবা-মা

আর জি কর কাণ্ডের ১০০ দিনে সোদপুর থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলের আয়োজন করা হয়েছে।

RG Kar issue: Parents of died doctor opens up over justice
Published by: Tiyasha Sarkar
  • Posted:November 17, 2024 8:26 pm
  • Updated:November 17, 2024 10:47 pm   

অর্ণব দাস, বারাকপুর: আর জি কর কাণ্ডের একশো দিন পেরিয়েছে। এখনও সুবিচার মেলেনি। ফলে নিজেদের মতো করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। আর জি কর কাণ্ডের ১০০ দিনে আয়োজিত কর্মসূচিতে শামিল হলেন অভয়ার বাবা-মা। বললেন, “বিচার মিলবে, আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে।”

Advertisement

আর জি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের পর পেরিয়েছে দীর্ঘদিন। প্রতিবাদ ও সুবিচারের দাবিতে রবিবার সোদপুর থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলের আয়োজন করা হয়। সেই মিছিলে পুলিশের বাধার অভিযোগও ওঠে। এসবের মাঝেই আর জি কর কাণ্ডের ১০০ দিনের কর্মসূচিতে শামিল হন অভয়ার বাবা-মা। তবে তিনি জানালেন বিচার প্রক্রিয়া নিয়ে হতাশ নন। বললেন, “বিচার মিলবে। হতাশ হওয়ার কিছু নেই। আমাদের আন্দোলন ঠিকমতো চালিয়ে যেতে হবে। বিচার না মিললে আমরা বিচার ছিনিয়ে আনবো।”

শ্যামবাজারে মিছিলে পুলিশি বাধা প্রসঙ্গে বলেন, “এটা কেন হল পুলিশ-প্রশাসন ভালো বলতে পারবে। তবে, প্রথম দিন থেকেই দেখছি বাধা দিচ্ছে। পরে আবার অনুমোদন দিচ্ছে। কিছুই বুঝতে পারছি না। অভয়ার মায়ের কথায়, “বিচার নিয়ে আমরা কোনও কথা বলবো না। তবে ১০০ দিন নয়, আমরা প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট প্রতিটা ঘণ্টা গুনছি বিচারের আশায়। ৯ই আগস্টের ফোন আমাদের বুকে যে মশাল জ্বালিয়েছিল সে মজাল আজও জ্বলছে। আমাদের আন্দোলন ঠিকমত চালিয়ে যেতে হবে। বিচার না মিললে আমরা বিচার ছিনিয়ে আনবো।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ