Advertisement
Advertisement
Nabanna

প্রশাসনের একাধিক শীর্ষ পদে রদবদল, বিজ্ঞপ্তি প্রকাশ নবান্নের 

বিনীত গোয়েলকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

Reshuffles in several top posts in administration, Nabanna issued notification

ফাইল ছবি

Published by: Subhankar Patra
  • Posted:June 4, 2025 12:06 pm
  • Updated:June 4, 2025 12:09 pm  

স্টাফ  রিপোর্টার: ফের প্রশাসনিক রদবদল করল নবান্ন। একাধিক আইপিএস কর্তাকে নয়া দায়িত্বে পাঠানো হল। অনেককে যৌথ দায়িত্ব দেওয়া হয়েছে। অনেক অফিসারকে নতুন পদ দেওয়া হয়েছে।

Advertisement

ডিজি পদের দায়িত্বে থাকা আইপিএস রাজীব কুমার অতিরিক্ত মুখ‌্য সচিব (তথ‌্য প্রযুক্তি ও ইলেক্ট্রনিকস) হিসাবে দায়িত্ব পালন করছিলেন। মঙ্গলবার নবান্নের তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে অনুপকুমার আগরওয়ালকে অতিরিক্ত মুখ‌্য সচিব (তথ‌্য প্রযুক্তি ও ইলেক্ট্রনিকস)-এর দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি অতিরিক্ত মুখ‌্য সচিব হিসাবে টেকনিক‌্যাল এডুকেশন, ট্রেনিং অ‌্যান্ড স্কিল ডেভলপমেন্ট, জলপাইগুড়ি ডিভিশনাল কমিশনার হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি তথ‌্য প্রযুক্তি ও ইলেক্ট্রনিকস দপ্তরের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। রাজীব কুমার রইলেন রাজ‌্য পুলিশের ডিজি হিসাবেই।

এডিজি ও আইজিপি (এসটিএফ) বিনীত গোয়েলকে অতিরিক্ত দায়িত্ব হিসাবে এডিজি ও আইজিপি (অ‌্যাডমিনিস্ট্রেশন) করা হয়েছে। এডিজি ও আইজিপি (পলিসি) দময়ন্তী সেনকে এডিজি ও আইজিপি (এপি)-র দায়িত্ব দেওয়া হয়েছে। কারা দপ্তরের প্রিন্সিপ‌্যাল সেক্রেটারি রাজেশ কুমার হলেন মাস এডুকেশন এক্সটেনশন ও লাইব্রেরি সার্ভিসের সচিব। এই দপ্তরের দায়িত্বে থাকা অতিরিক্ত মুখ‌্যসচিব হৃদেশ মোহনকে কারা দপ্তরের দায়িত্ব দেওয়া হল।

এছাড়াও ডিজি সিজি (হোমগার্ডস) পদে থাকা সঞ্জয় সিং হলেন ডিজি আইজি (সাইবার সেল)। এডিজি আইজি (অ‌্যাডমিনিস্ট্রেশন) অজেয় মুকুন্দ রানাডে হলেন এডিজি সিজি (হোমগার্ডস)। সাইবার সেলের এডিজি হরিকিশোর কুসুমাকারকে করা হল এডিজি আইজি (কোস্টাল সিকিউরিটি)। এডিজি (লিগ‌্যাল) আনন্দ কুমার এই দায়িত্বের পাশাপাশি সামলাবেন পলিসির দায়িত্ব। আইজিপি-২ (সিআইডি) শঙ্খশুভ্র চক্রবর্তী অতিরিক্ত হিসাবে সাইবার সেলের দায়িত্ব সামলাবেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement