Advertisement
Advertisement
R G Kar

আর জি কর কাণ্ড: ফের রাত জাগবেন জুনিয়র ডাক্তাররা, থাকবেন না শুভেন্দুর মিছিলে

জুনিয়র চিকিৎসকদের কর্মসূচিকে প্রচারে থাকার হাতিয়ার বলে কটাক্ষ তৃণমূলের।

R G Kar: WBJDF will hold protest rally on 8 August mid night
Published by: Paramita Paul
  • Posted:July 8, 2025 4:50 pm
  • Updated:July 8, 2025 6:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৯ আগস্ট আর জি কর কাণ্ডের এক বছর। তার আগের রাত, ৮ আগস্ট ফের রাত জাগবেন জুনিয়র ডাক্তাররা। মশাল হাতে মিছিল করবেন কিঞ্জল-অনিকেত-দেবাশিসরা। তবে ৯ আগস্ট শুভেন্দু অধিকারীর ডাকা মিছিলে থাকছেন না তাঁরা। সোমবার সাংবাদিক সম্মেলন একথা জানাল ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট’।

Advertisement

২০২৪ সালের ৮ আগস্ট রাত ১২টা থেকে ভোর চারটের মধ্যে আর জি কর হাসপাতালের সেমিনার রুমে ডাক্তারি ছাত্রীকে যৌন নির্যাতনের শিকার হতে হয়েছিল। মৃতদেহ উদ্ধার হয়েছিল তাঁর। সেই স্মৃতিকে উসকে দিয়ে ৮ আগস্ট মধ্যরাতে রাস্তায় নামছেন জুনিয়র ডাক্তাররা। এদিন তাঁরা রাত ১২টা নাগাদ শ্যামবাজারে জমায়েতের ডাক দিয়েছেন। সেখান থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত মশাল হাতে মিছিল হবে। সকলকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দেবাশিসরা। 

এদিনের সাংবাদিক সম্মেলন থেকে নিজেদের কর্মসূচির কথা ঘোষণা করেছেন দেবাশিস হালদার। জানান, শুধু ৮ আগস্ট নয়, ৯ আগস্ট সকালে আর জি করে ‘ক্রাইস অফ আওয়ারে’র সামনে জমায়েত হবে। পালিত হবে রাখিবন্ধন উৎসব। এদিনই অভয়ার মা-বাবাকে নিয়ে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু সেখানে যোগ দেবেন না জুনিয়র চিকিৎসকরা। তাঁদের যুক্তি, দলীয় পতাকা ছাড়া নবান্ন অভিযানের ডাক দিলেও সেটা রাজনৈতিক হবে বলেই মনে করা হচ্ছে। তাই যোগ দেবেন না ডাক্তাররা। সিবিআইয়ের গাফিলতি নিয়েও সরব হন দেবাশিস-অনিকেতরা। 

জুনিয়র চিকিৎসকদের এই কর্মসূচির পালটা দিয়েছেন তৃণমূলের অন্যতম রাজ্য় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর কথায়, “নিজেদের ধান্দায় নাটক করছেন জুনিয়র ডাক্তাররা ওই দিন করলে ফুটেজ খাওয়া যাবে বলে এই কর্মসূচি। অভয়া ন্যায়বিচার পাননি বলে যাঁরা দাবি করছেন, তাঁরা মিথ্যাচার করছেন। এই বলে কিউআর কোডে টাকা তোলা যাবে, সেই জন্যেই এটা করছেন।” তিনি আরও বলেন, “দোষীকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। সিবিআই আপনারাই চেয়েছেন। সর্বস্তরে আদালতে সব কিছু দেখা হয়েছে। ন্যায়বিচার পায়নি এটা ঠিক নয়।” সবমিলিয়ে অভয়া কাণ্ডে জুনিয়র চিকিৎসকদের কর্মসূচি ঘিরে ফের রাজনৈতিক তরজা শুরু।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement