সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাকাশচারী শুভাংশু শুক্লাকে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি নিজের এক্স হ্যান্ডেলে এই শুভেচ্ছাবার্তা পোস্ট করেন। ১৮ দিন মহাকাশে কাটিয়ে অবশেষে পৃথিবীতে ফিরলেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা ও তাঁর সঙ্গীরা। সোমবার পৃথিবীর উদ্দেশে রওনা দিয়েছিলেন তাঁরা। এবার প্রশান্ত মহাসাগরে ঘড়ি মিলিয়ে নেমে এল তাঁর ক্যাপসুল।
গত ২৬ জুন ইতিহাস তৈরি করেন ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লা। অ্যাক্সিয়ম-৪ অভিযানের অংশ হিসাবে অন্য তিন মহাকাশচারীর সঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পৌঁছন শুভাংশু। তারপর গত কয়েকদিন ধরে মহাকাশ থেকে একাধিক বিষয়ে গবেষণা করেছেন তিনি। নির্দিষ্ট মিশন শেষে এরপর শুরু হয় ঘরে ফেরার প্রস্তুতি। ১৪ জুলাই ভারতীয় সময়ানুসারে ৪টে ৩৫ মিনিটে (আমেরিকার সময় ভোর ৭টা বেজে ৫ মিনিটে) ড্রাগন স্টেশন থেকে বিচ্ছিন্ন হয়। এরপর প্রায় ২২ ঘণ্টার দীর্ঘ সফর শেষে পৃথিবীতে ফিরলেন তাঁরা। ভারতীয় সময় তিনটে বেজে এক মিনিটে পৃথিবীতে নেমে এল ড্রাগন। সময়টা এদেশের হিসেবে দুপুর হলেও ক্যালিফোর্নিয়ার সান দিয়াগো উপকূলে রাত। আর সেই রাতের অন্ধকারেই পৃথিবীতে ফিরলেন শুভাংশি শুক্লা। ক্যাপসুলের হ্যাচ খুলে বেরও করে আনা হয়ে তাঁদের। আপাতত বেশ কিছু শারীরিক পরীক্ষা করা হবে ঘরে ফেরা মহাকাশচারীদের। এদিকে তাঁর প্রত্যাবর্তনের খবরে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘরের ছেলে ঘরে ফেরায় আনন্দাশ্রু শুভাংশুর মায়ের চোখে।
Welcome home, Shubhanshu Shukla!
We are really happy to see that you are back. It is a matter of pride for us to see what you have done.
Congratulations to you and your team members, and best wishes to your family.
— Mamata Banerjee (@MamataOfficial)
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এদিন নভশ্চর শুভাংশুকে এক্স হ্যান্ডেল মারফত শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এদিন লেখেন, “ওয়েলকাম হোম শুভাংশু শুক্লা। আপনি বাড়ি ফিরে আসায় আমরা সত্যিই খুশি। আপনি যা করেছেন, তা আমাদের জন্য গর্বের বিষয়।” শুভাংশু ও তাঁর টিমকে ধন্যবাদ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁদের পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানাতেও ভোলেননি তিনি।
সোমবার পৃথিবীর উদ্দেশে রওনা দিয়েছিলেন ভারতীয় মহাকাশচারী ও তাঁর সঙ্গীরা। অবশেষে এদিন নির্ঘণ্ট মেনেই ফিরলেন তাঁরা। একেবারে ঘড়ি মিলিয়ে প্রশান্ত মহাসাগরে নেমে এল তাঁর ক্যাপসুল। এর প্রায় ৫০ মিনিট পরে হ্যাচ খুলে শুভাংশুদের ক্যাপসুল থেকে বের করা হল। এবার তাঁদের নানা শারীরিক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। এদিন শুভাংশুদের জন্য প্রস্তুত ছিল ‘রিকভারি ভেহিকল’। প্রশান্ত মহাসাগরে বুকে ভাসছিল সেই জলযান। শুভাংশুরা নামার পরে তাঁদের ক্যাপসুলকে তুলে নেওয়া হয় জাহাজে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.