Advertisement
Advertisement
Kalighat

পুজোর আগে ডাকাতির উদ্দেশে রাতের শহরে জমায়েত! বড়সড় ছক বানচাল করল পুলিশ

ধৃতদের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার হয়।

Police foiled plan to dacoity and five arrested from Kalighat Road

প্রতীকী ছবি

Published by: Sucheta Sengupta
  • Posted:August 23, 2025 4:57 pm
  • Updated:August 23, 2025 5:05 pm  

অর্ণব আইচ: আসছে উৎসবের মরশুম। বাঙালির সেরা উৎসবের মাস খানেকও বাকি নেই। আর তার রেশ তো টের পাওয়া যায় অনেক আগে থেকে। এ সময়ে বাজারহাট, কুমোরটুলি থেকে আমজনতার রোজকার জীবনে সর্বত্র চরম ব্যস্ততা। আর সেই ব্যস্ততার ফাঁক গলেই দুষ্কৃতীরা ফাঁদ পাতে। মানুষের অসাবধানতার সুযোগে চুরি, ডাকাতির ঘটনা এ সময়ে একটু বেশিই ঘটে থাকে। তবে কলকাতা পুলিশ এ বিষয়ে সদাসতর্ক। সেই সতর্কতা থেকেই কলকাতায় বড়সড় ডাকাতির ছক বানচাল করে দিল পুলিশ। শুক্রবার রাতে কালীঘাট রোড থেকে গ্রেপ্তার করা হয়েছে ৫ জনকে। তাদের বিরুদ্ধে ডাকাতির ষড়যন্ত্র-সহ একাধিক দুষ্কর্মের নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করেছে কালীঘাট থানার পুলিশ।

Advertisement

শুক্রবার রাতে টহলদারির সময় পুলিশের নজরে আসে, কালীঘাট রোডের বড়গলির কাছে জমায়েত করেছেন কয়েকজন। তাদের দীর্ঘক্ষণ ধরে কিছু নিয়ে নিচুস্বরে আলোচনা করতে শোনা যায়। পুলিশের সন্দেহ হয়। তাদের জিজ্ঞাসাবাদ করলে কোনও প্রশ্নের জুৎসই উত্তর দিতে পারেনি। তাদের কাছ থেকে ধারালো অস্ত্রও উদ্ধার হয়। পুলিশি জেরার মুখে শেষমেশ ভেঙে পড়ে তারা। জানায়, মহিম হালদার রোডের একটি সোনার দোকানে ডাকাতির পরিকল্পনা করা হচ্ছিল। এরপরই পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করে।

কালীঘাট থানার পুলিশ সূত্রে খবর, ধৃত ৫ জন সকলে দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। তাদের নাম গৌরচন্দ্র শী, কৃষ্ণ সর্দার, সায়ন প্রামাণিক, সৌমেন অধিকারী, পার্থ সিংহ। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী, ডাকাতির চেষ্টার মামলা রুজু করা হয়েছে ধৃত পাঁচজনের বিরুদ্ধে। এই পাঁচজনের দলই কি ডাকাতির ছক কষছিল নাকি এর নেপথ্যে বড় কোনও মাথা আছে, তা খোঁজার চেষ্টায় তদন্তকারীরা। এই ঘটনার পর উৎসবের মরশুমের আগে এ ধরনের দুষ্কৃতীমূলক কার্যকলাপের ষড়যন্ত্র রুখতে আরও তৎপর হচ্ছে কলকাতা পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement