Advertisement
Advertisement
Patuli Bomb Blast

বল ভেবে খেলতে গিয়ে পাটুলিতে বিস্ফোরণ, হাসপাতালে রক্তাক্ত কিশোর

পাটুলি মেলার মাঠে বল ভেবে খেলতে গিয়ে বিকট শব্দে বিস্ফোরণ। জখম এক কিশোর। তাকে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Patuli Bomb Blast: Bomb mistaken for 'ball' injured a teenager
Published by: Sayani Sen
  • Posted:November 1, 2024 1:06 pm
  • Updated:November 1, 2024 2:09 pm  

অর্ণব আইচ: খাস কলকাতায় বিস্ফোরণ। পাটুলি মেলার মাঠে বল ভেবে খেলতে গিয়ে বিকট শব্দে বিস্ফোরণ। জখম এক কিশোর। তাকে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক বলেই খবর। পাটুলি থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

Advertisement

শুক্রবার ঘড়ির কাঁটায় তখন বেলা সাড়ে বারোটা হবে। দুই কিশোর পাটুলির মেলার মাঠে ক্রিকেট খেলছিল। খেলার সময় বল দূরে চলে যায়। বল কুড়োতে যায় এক কিশোর। আরেকজন দৌড়ে গিয়ে দেখে ঝোপের ভিতর সাদা কাগজে মোড়া একটি গোলাকার বস্তু পড়ে রয়েছে। সেটি বল ভেবে কুড়িয়ে নেয় কিশোর। খেলতে গিয়েই বিস্ফোরণ হয়। বিকট শব্দে কেঁপে ওঠে চারদিক। দৌড়ে আসেন আশপাশের বাসিন্দারা। তাঁরা দেখেন এক কিশোরের মুখ-সহ শরীরের বিভিন্ন অংশ দিয়ে রক্ত বেরচ্ছে। মাঠে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে সে। আরেকজন আতঙ্কে জড়োসড়ো হয়ে গিয়েছে।

তড়িঘড়ি ওই জখম কিশোরকে উদ্ধার করা হয়। বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেই চিকিৎসা চলছে কিশোরের। তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এদিকে, এই ঘটনাটি যেখানে হয়েছে সেই মেলার মাঠ, পাটুলি থানা থেকে একেবারে ঢিলছোঁড়া দূরত্বে অবস্থিত। খবর পাওয়ামাত্রই বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনাস্থলে যান ডিসি এসএসডি বিদিশা কলিতা দাশগুপ্ত। কীভাবে বিস্ফোরণ হল, সে সংক্রান্ত তথ্যের খোঁজে ঘটনাস্থল খতিয়ে দেখা হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নিষিদ্ধ কোনও বাজি হয়তো মেলার মাঠে পড়েছিল, তা থেকে বিস্ফোরণ হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। বলে রাখা ভালো, মালদহ, মুর্শিদাবাদে এহেন বিস্ফোরণের খবর প্রায়শয়ই শোনা যায়। তবে খাস কলকাতায় এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই জোর শোরগোল।  

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement