Advertisement
Advertisement
Kolkata Airport

রাতভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতা বিমানবন্দরের একাংশ, সময়ে কর্মী-যাত্রীরা পৌঁছতে না পারায় দেরি উড়ানেও

জল নামানোর জন্য পাম্প চালু করা হয়।

part of Kolkata airport was submerged in water due to overnight rain

জলমগ্ন বিমানবন্দরের ভিতরের অংশ। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:September 23, 2025 2:41 pm
  • Updated:September 23, 2025 2:41 pm   

বিধান নস্কর, বিধাননগর: রাতভর ভারী বৃষ্টিতে জলমগ্ন কলকাতা। বৃষ্টির প্রভাব পড়েছে কলকাতা বিমানবন্দরেও। বিমানবন্দরের বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে যায়। রানওয়েতে জল জমে থাকার খবর মেলেনি। তবে বিভিন্ন রাস্তা জলমগ্ন থাকায় বিমানবন্দরের কর্মী, পাইলট, যাত্রীদের সঠিক সময়ে পৌঁছতে সমস্যা হয়েছে বলে প্রাথমিক খবর। বেশ কিছু উড়ান দেরিতে শহর থেকে গন্তব্যে যাত্রা করেছে বলে খবর।

Advertisement

নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরেও পরিস্থিতি গতকাল রাত থেকেই উদ্বেগজনক হয়েছিল। রাত থেকে কলকাতা ও শহরতলিতে শুরু হয়েছিল বৃষ্টি। ক্রমে সেই বৃষ্টির তেজ বাড়তে থাকে। রাতভর বৃষ্টিতে কলকাতা ও শহরতলির একাধিক জায়গা জলমগ্ন। কলকাতা বিমানবন্দরে একাধিক জায়গাতেও জল জমতে দেখা যায়। কলকাতার আকাশে ভয়াবহ মেঘ থাকায় রাতে বিমান চলাচলে কিছুটা সমস্যা হয়েছিল বলে খবর। বিমানবন্দরের এপ্রোন এরিয়ায় জল জমে যায়। এই জায়গা দিয়েই যাত্রীরা বিমানে ওঠার জন্য যাতায়াত করেন। ওই এলাকার জল নামানোর জন্য পাম্প চালু করা হয়।

part of Kolkata airport was submerged in water due to overnight rain
মেঘাচ্ছন্ন আকাশ। নিজস্ব চিত্র

জানা গিয়েছে, মোট ছ’টি পাম্প চালু করে জল বার করার কাজ শুরু হয়। তবে বৃষ্টিতে রানওয়েতে জল জমেনি। রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়নি। বিমানবন্দর সূত্রে খবর, প্রবল বৃষ্টির কারণে বহু যাত্রী সঠিক সময়ে বিমানবন্দরে পৌঁছতে পারেননি। বিমানবন্দরের কর্মী থেকে ক্রু মেম্বাররাও পৌঁছতে সমস্যায় পড়েন। সূত্রের খবর, এদিন সকাল থেকেই একাধিক বিমান কিছুটা সময় দেরিতে চলাচল করেছে। বেলা বাড়লে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা হয়। অনেক যাত্রীই বিমানবন্দরে পৌঁছতে পারেননি বলেও খবর। পরিষেবা স্বাভাবিক রাখার জন্য সবরকমভাবে চেষ্টা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ