Advertisement
Advertisement
Kanchan Mallick

‘পরিষেবা বিঘ্ন করে প্রতিবাদ রাজনীতি নয়’, কাঞ্চন-বিতর্কে সাবধানতা শশীর

বুধবার ট্রপিক্যাল মেডিসিনে আত্মীয়ার চিকিৎসা করাতে গিয়ে ডাক্তার নিগ্রহের অভিযোগ ওঠে কাঞ্চনের বিরুদ্ধে।

'No politics done disturbing the public service', WB minister Sashi Panja allerts TMC MLA Kanchan Mallick
Published by: Sucheta Sengupta
  • Posted:July 11, 2025 4:13 pm
  • Updated:July 11, 2025 4:15 pm  

স্টাফ রিপোর্টার: চিকিৎসকের তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের অভব‌্য আচরণের পরিপ্রেক্ষিতে তদন্তের স্বার্থে ক‌্যালকাটা স্কুল অফ ট্রপিক‌্যাল মেডিসিনে ঘুরে গেলেন পুলিশ আধিকারিকরা। কলকাতা মেডিক‌্যাল কলেজের ফাঁড়ির পুলিশ অফিসাররা কথা বলেন ‘নির্যাতিত’ চিকিৎসক মেহবুবার রহমানের সঙ্গে। অভিযোগ, আত্মীয়কে দেখাতে এনে বিভাগীয় প্রধান এই চিকিৎসককেই হুমকি দিয়েছেন বিধায়ক কাঞ্চন মল্লিক। তা নিয়ে চলছে তদন্ত। বৃহস্পতিবার প্রোগ্রেসিভ হেলথ অ‌্যাসোসিয়েশনের সভাপতি মন্ত্রী শশী পাঁজাও গিয়েছিলেন স্কুল অফ ট্রপিক‌্যাল মেডিসিনে। ডিরেক্টরের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি।

Advertisement

বিষয়টি নিয়ে মন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন, ‘‘রোগী কল‌্যাণ সমিতির সদস‌্য হিসাবে আমি এখানে এসেছি। ডিরেক্টরের সঙ্গে কথা হয়েছে। কথা হয়েছে চিকিৎসক মেহবুবার রহমানের সঙ্গেও। তাঁদের কথা শুনেছি। বিধায়ক কাঞ্চন মল্লিকের সঙ্গেও কথা বলব। এটা নিয়ে রাজনীতি করা উচিত নয়। কেউ প্রতিবাদ জানাতেই পারেন। তবে স্বাস্থ‌্য পরিষেবা যেন কোনওভাবেই বিঘ্নিত না হয়।’’ এই বিষয়টি নিয়ে বিধানসভার স্পিকারের সঙ্গেও একপ্রস্থ কথা হয়েছে প্রোগ্রেসিভ হেলথ অ‌্যাসোসিয়েশনের সভাপতির।

এদিকে এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার কালো ব‌্যাজ পরে আউটডোরে ডিউটি করেন চিকিৎসকরা। ঘটনার প্রতিবাদে গোটা ক‌্যালকাটা স্কুল অফ ট্রপিক‌্যাল মেডিসিনে পোস্টারও লাগানো হয়। এদিকে এই ঘটনার প্রতিবাদে ক‌্যালকাটা স্কুল অফ ট্রপিক‌্যাল মেডিসিনে ডেপুটেশন দেয় রেসিডেন্ট ডক্টর অ‌্যাসোসিয়েশন। তাঁদের দাবি, অবিলম্বে হাসপাতালের তরফ থেকে পুলিশে অভিযোগ জানাতে হবে। অন‌্যদিকে চিকিৎসকদের সাত সংগঠনের যৌথ মঞ্চ জয়েন্ট প্ল‌্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকে মুখ‌্যমন্ত্রীর কাছে চিকিৎসকদের দাবি, ‘‘সরকারি হাসপাতালে এই ঘটনায় বিধায়কের বিরুদ্ধে কঠোর ব‌্যবস্থা নিতে হবে।’’ কাঞ্চন-ইস্যুতে চিকিৎসক মহলের একটা বড় অংশ প্রতিবাদে সরব। তাঁরা তৃণমূল বিধায়কের কড়া শাস্তি চান।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement