Advertisement
Advertisement

বাংলায় নেই সরকারি নাইট কারফিউ, জেনে নিন লকডাউনের চতুর্থ দফায় কী কী খুলছে

বেশ কিছু ক্ষেত্রে ছাড় দিলেন মুখ্যমন্ত্রী।

No official curfew in West Bengal, announces CM Mamata Banerjee
Published by: Sulaya Singha
  • Posted:May 18, 2020 4:54 pm
  • Updated:May 18, 2020 5:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবারই লকডাউনের চতুর্থ দফা ঘোষণার সঙ্গে একাধিক নির্দেশিকা জারি করেছিল স্বরাষ্ট্রমন্ত্রক। কোন ক্ষেত্রে ছাড় দেওয়া হবে, কী কী এখনও বন্ধ রাখতে হবে, সবই বিস্তারিত জানানো হয়। তবে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের সমস্ত ঘোষণার সঙ্গে সহমত হলেন না। লকডাউনের চতুর্থ পর্বে রাজ্য সরকারের নিয়মাবলিতেই তার আভাস মিলল।

Advertisement

এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, কেন্দ্রের নির্দেশ মতো ৩১ মে পর্যন্ত এ রাজ্যেও চলবে লকডাউন। তবে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। সেই সঙ্গে তিনি পরিষ্কার জানিয়ে দেন, কেন্দ্র নির্দেশিকা জারি করলেও বাংলায় সরকারিভাবে নাইট কারফিউ ঘোষণা করা হবে না। তিনি বলেন, “নাইট কারফিউ বলে সরকারিভাবে কিছু থাকছে না। সাধারণ মানুষের ভোগান্তি হোক, চাই না। তবে হ্যাঁ, বেআইনি জমায়েত যেন না হয়, সেদিকে নজর রাখা হবে।” চলুন দেখে নেওয়া যাক চতুর্থ দফায় কোন কোন ক্ষেত্রে মিলবে ছাড়।

[আরও পড়ুন: দেহ রাখার জায়গা নেই মেডিক্যালের মর্গে, ম্যানেজমেন্টের দায়িত্বে অতিরিক্ত সুপার নিয়োগ]

১. রাজ্যের বুথ ও ওয়ার্ডভিত্তিক কনটেনমেন্ট জোনকে তিন ভাগ করা হল। এ অর্থাৎ ক্ষতিগ্রস্ত জোন, বি-বাফার জোন ও সি-ক্লিন জোন। ২৭ মে থেকে বি ও সি জোনে ২জন করে যাত্রী নিয়ে চলবে অটো।
২. ২১ মে থেকে কনটেনমেন্ট জোন ছাড়া সব বড় দোকান খুলবে।
৩. ২৭ মে থেকে জোড়-বিজোড় নীতিতে হকার্স মার্কেট খুলবে। জোড়-বিজোড় নীতিতে খোলা হবে দোকান। তা ঠিক করতে তৈরি হচ্ছে বিশেষ কমিটি। এর জন্য পাস দেবে পুলিশ।

৪. ৫০ শতাংশ কর্মীদের নিয়ে বেসরকারি সংস্থাগুলি একদিন অন্তর খুলবে।
৫. মলের ভিতর থাকা অফিসও খোলা যাবে। যদিও শপিং মল খোলা যাবে না।
৬. সামাজিক দূরত্ব মেনে হোটেল খুলবে। তবে রেস্তরাঁ খুলতে পারবেন না মালিকরা বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।
৭. সামাজিক দূরত্ব মেনে খোলা যাবে সেলুন, সাঁলো, বিউটি পার্লার। তবে ছুরি-কাঁচি স্যানিটাইজ করা বাধ্যতামূলক। এর জন্য বিশেষ গাইডলাইন আনা হচ্ছে।
৮. ২১ মে থেকে আন্তঃরাজ্য বাস পরিষেবা চালু হবে। 
৯. মৃতদেহের শেষকৃত্য-সহ একাধিক সামাজিক অনুষ্ঠানে ১৫ জন হাজির থাকতে পারবেন।

[আরও পড়ুন: ‘মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় অনুদান খরচের হিসাব দেন না’, খোঁচা বিজেপির রাজ্য সভাপতির]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement