সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসমে এনআরসি চালু হতেই জল্পনা শুরু হয়েছিল। লোকসভা ভোটের প্রচার এসে তা আর উসকে দিয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। কিন্তু, এখনই পশ্চিমবঙ্গে এনআরসি চালুর কোনও সম্ভাবনা নেই বলে জানালেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা।
দু’দিনের সফরে কলকাতায় এসেছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা ও উপ নির্বাচন কমিশনার সন্দীপ জৈন। এখানে আসার পরেই পশ্চিমবঙ্গে এনআরসি চালুর বিষয়ে জানতে চান সাংবাদিকরা। তাঁদের প্রশ্নের জবাবে মুখ্য নির্বাচন কমিশনার জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ না আসা পর্যন্ত বাংলায় এনআরসি চালু করার সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। অসমে এনআরসি তালিকা প্রকাশের জন্য সময় নির্ধারণ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু, পশ্চিমবঙ্গে এনআরসি চালুর বিষয়ে কোনও রায় দেয়নি সর্বোচ্চ আদালত। তাই এই বিষয়ে ভবিষ্যদ্বাণী করার কোনও প্রয়োজন নেই।
লোকসভা ভোটের আগে থেকে পশ্চিমবঙ্গে এনআরসি চালুর দাবি করেছিল বিশ্ব হিন্দু পরিষদ। পরে এবিষয়ে গলা মেলান বঙ্গের বিজেপি নেতানেত্রীরাও। তাঁদের দাবিকে মান্যতা দিয়ে এর পক্ষে সওয়াল করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। লোকসভার প্রচারে এসে একাধিক জনসভা থেকে এই রাজ্যে এনআরসি চালুর দাবি করেছিলেন তিনি। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে এই পরিকল্পনা বাস্তবায়িত করা হবে বলেও জানিয়েছিলেন। কিন্তু, মুখ্য নির্বাচন কমিশনার এখনই এরাজ্যে এনআরসি চালুর সম্ভাবনা নেই বলে স্পষ্ট জানিয়ে দিলেন।
এনআরসি নিয়ে তাঁর মন্তব্যে স্বস্তি পাবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, ব্যালটে ভোটের বিষয়ে তিনি ও অন্য বিরোধী দলগুলি যে দাবি তুলেছিল তা এককথায় উড়িয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার। এবিষয়ে সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ আছে বলে উল্লেখও করেন তিনি। এপ্রসঙ্গে সুনীল অরোরা বলেন, ‘ব্যালট পেপারে ফেরার আর কোনও প্রশ্নই নেই।’
দুদিনের সফরে রাজ্যের নির্বাচন কমিশনার ডাঃ আরিজ আফতাবের সঙ্গে নির্বাচন সংক্রান্ত বিষয়ে বৈঠক করবেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার। এছাড়া জোকায় অবস্থিত ন্যাশনাল ইউনিভার্সিটি ফর জুডিসিয়াল সায়েন্সেস অ্যান্ড ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের পড়ুয়াদের নিয়ে আয়োজিত আলোচনা সভায় অংশ নেবেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.