Advertisement
Advertisement
Calcutta High Court

দুর্গাপুরের সেই হাসপাতালে অনুমতি ছাড়া প্রবেশে নয়, ‘গণধর্ষণ’ কাণ্ডের পর নির্দেশ কলকাতা হাই কোর্টের

দুর্গাপুরের ওই হাসপাতালের নিরাপত্তাও নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

No entry into Durgapur IQ Center without permission, orders Calcutta High Court

ফাইল ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:October 14, 2025 6:16 pm
  • Updated:October 14, 2025 8:15 pm   

গোবিন্দ রায়: দুর্গাপুর ‘গণধর্ষণ’ কাণ্ডে তোলপাড় রাজ্য-রাজনীতি। প্রশ্ন উঠেছে নিরাপত্তা নিয়ে। এসবের মাঝেই বড় নির্দেশ কলকাতা হাই কোর্টের। বিচারপতি শম্পা দত্ত পালের নির্দেশ, অনুমতি ছাড়া কেউ কলেজ বা হাসপাতাল চত্বরে প্রবেশ করতে পারবে না। দুর্গাপুরের ওই হাসপাতালের নিরাপত্তাও নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

ঘটনার সূত্রপাত গত শুক্রবার, ১০ অক্টোবর। ওইদিন দুর্গাপুরের পরাণগঞ্জে বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। রাত ৮টা নাগাদ বন্ধুর সঙ্গে খাবার কিনতে ক্যাম্পাসের বাইরে বেরিয়েছিলেন ওড়িশার বাসিন্দা ওই ছাত্রী। তখনই তিনি নির্যাতনের শিকার হন বলে জানা যায়। অভিযোগ, পরাণগঞ্জে জঙ্গলের জঙ্গলের দিকে টেনে নিয়ে গিয়ে ছাত্রীকে গণধর্ষণ করা হয়। শনিবার সকালে এই ঘটনা প্রকাশ্যে আসতেই উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য। রাস্তায় নেমে ক্ষোভ উগরে দেন সাধারণ মানুষ থেকে ছাত্রসমাজ। আর জি কর, কসবা কাণ্ডের পর এই ঘটনায় ফের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। 

তবে দুর্গাপুরের ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানায় জেলা পুলিশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আশ্বাস দিয়েছেন, জড়িতরা কড়া শাস্তি পাবেই। এবার নিরাপত্তা নিশ্চিত করতে ক্য়াম্পাসে অনুমতি ছাড়া বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার দুর্গাপুজোর অবকাশকালীন বিশেষ বেঞ্চের বিচারপতি শম্পা দত্ত পাল নির্দেশ দেন যে, অনুমতি ছাড়া কেউ কলেজ ও হাসপাতাল চত্বরে প্রবেশ করতে পারবে না। নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটকে। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ