Advertisement
Advertisement
Higher secondary exam

আগামী বছরে উচ্চ মাধ্যমিক সেমেস্টারে, পরীক্ষার রুটিন জানাল সংসদ

এবছর যারা উচ্চ মাধ্যমিকে অকৃতকার্য হয়েছে, তারা পুরনো পদ্ধতিতেই পরীক্ষা দিতে পারবে।

Next year higher secondary exam conducted in semester based
Published by: Subhankar Patra
  • Posted:May 8, 2025 9:11 am
  • Updated:May 8, 2025 9:11 am  

স্টাফ রিপোর্টার: ২০২৬ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু’বার হবে। সেমেস্টার পদ্ধতিতে হবে এই পরীক্ষা। চলতি বছরের ফল প্রকাশের দিনই, পরের বছরের পরীক্ষাগুলির শুরু ও শেষের দিন ঘোষণা করা হল। সম্পূর্ণ রুটিন তাড়াতাড়ি প্রকাশ করা হবে জানিয়েছে সংসদ।

Advertisement

এবছর যারা উচ্চ মাধ্যমিকে অকৃতকার্য হয়েছে, তারা পুরনো পদ্ধতিতে অর্থাৎ যা এতবছর ধরে চলছিল, সেই পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারবেন। টেস্টে অনুত্তীর্ণরাও পুরনো পদ্ধতির পরীক্ষাতেই বসতে পারবেন। পাশাপাশি অকৃতকার্যরা নিজেরাই বাছাই করতে পারবেন কোন পদ্ধতিতে পরীক্ষা দেবেন। পুরনো পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক শুরু হবে ১২ ফেব্রুয়ারি থেকে। এই পদ্ধতিতে পরীক্ষা শেষ হবে ২৭ ফেব্রুয়ারি। আগামী বছর দুই পদ্ধতিতে উচ্চ মাধ্যমিকের পরীক্ষাসূচি বুধবার ঘোষণা করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। অন‌্যদিকে, তৃতীয় সেমেস্টারের পরীক্ষা শুরু হবে ৮ সেপ্টেম্বর থেকে। শেষ হবে ২২ সেপ্টেম্বর। চতুর্থ সেমেস্টারের পরীক্ষা শুরু হবে ১২ ফেব্রুয়ারি থেকে। শেষ হবে ২৭ ফেব্রুয়ারি।

প্রসঙ্গত, চলতি শিক্ষাবর্ষ থেকে সেমেস্টার পদ্ধতিতে একাদশ ও দ্বাদশের পঠনপাঠন ও পরীক্ষা শুরু হচ্ছে। একাদশের দু’টি সেমেস্টার অর্থাৎ প্রথম ও দ্বিতীয় সেমেস্টার এবং দ্বাদশের দু’টি সেমেস্টার, তৃতীয় ও চতুর্থ সেমেস্টার। দ্বাদশের এই দু’টি সেমেস্টার অর্থাৎ তৃতীয় ও চতুর্থ সেমেস্টার নিয়ে আগামী বছর ২০২৬ সালে নতুন পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে।

বুধবার সাংবাদিক সম্মেলনে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেছেন, “১৯৭৮ সাল থেকে উচ্চ মাধ্যমিকের এই মোডে পরীক্ষা শুরু হয়েছিল। এবছরই এই মোডের পরীক্ষা শেষ হল। আগামী বছর সেমেস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হবে। যারা এবছর উচ্চ মাধ্যমিকে অকৃতকার্য হয়েছে বা এবছর টেস্টে উত্তীর্ণ হতে পারেনি তারা সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। আবার পুরনো পদ্ধতিতেও পরীক্ষা দিতে পারবে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement