স্টাফ রিপোর্টার: মুর্শিদাবাদের ধুলিয়ানে ওয়াকফ আইনের বিরোধিতাকে কেন্দ্র করে অশান্তি, ঘটনায় এবার সিবিআই তদন্তের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হল মৃতদের পরিবার। মামলায় সিবিআইয়ের পাশাপাশি, যে কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্তের আবেদন জানানো হয়েছে।
একইসঙ্গে, বিধাননগর সেফ হাউস থেকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগও এনেছে নিহতদের পরিবার। সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এবিষয়ে উল্লেখ করা হলেও আগেই ধুলিয়ানের ঘটনায় পাঁচটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে হাই কোর্টে। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে সেই মামলাগুলি বিচারাধীন। তাই এই মামলাটির সেখান শুনানির সম্ভাবনা রয়েছে।
সংশোধিত ওয়াকফ আইন ইস্যুতে সম্প্রতি হিংসার পরিবেশ তৈরি হয়েছিল মুর্শিদাবাদ। ঘটনায় হরগোবিন্দ দাস ও চন্দন দাসের মৃত্যু হয়। বিজেপির দাবি, নিরাপত্তার স্বার্থে ধুলিয়ানের মৃতদের পরিবারকে বিধাননগর সেফ হাউসে রেখেছিল তারা। কিন্তু অভিযোগ, রবিবার রাতের অন্ধকারে বিধাননগর পূর্ব থানার ৪০ জন পুলিশ কর্মী দরজা ভেঙে ঢুকে দুই পরিবারের লোকেদের তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশের দাবি, তাঁদের অপহরণ করে আনা হয়েছে। যদিও ধুলিয়ানের ওই পরিবারের দাবি, অপরহণের কোনও ঘটনাই ঘটেনি। তারা নিজেরা স্বেচ্ছায় সেখানে এসে রয়েছে। ঘটনায় সোমবার হাই কোর্টের দ্বারস্থ হয় তারা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.