সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলার সেরা উৎসব দুর্গোৎসব। বাংলার কোনায় কোনায় উৎসবে মেতে ওঠে পশ্চিমবঙ্গবাসী। চলতি বছরে অনেকটা এগিয়ে পুজো। বড় বড় পুজো কমিটিগুলি এখন থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই আবহে সামাজিক মাধ্যমে ঘুরতে শুরু করে দুর্গাপুজো নিয়ে বিভ্রান্তিমূলক পোস্ট। সেই সব পোস্ট পুরো গুজব সাফ জানিয়ে দিল কলকাতা পুলিশ। তারা জানিয়েছে, পুজো বন্ধ করা নয়, তাদের প্রধান কাজ পুজোর দিনগুলিতে সাধারণ মানুষের নিরাপত্তা, জনতাকে কন্ট্রোল করা।
পুজোর সময় শহরের রাস্তায় জনস্রোত তৈরি হয়। একাধিক পুজো মণ্ডপে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে। এই আবহে গুজব রটিয়ে যায় কিছু পুজোতে বাধা সৃষ্টি করা হয়েছে। আজ বুধবার সমাজমাধ্যমে পোস্ট করে তা সরাসরি নাকচ করে দিল কলকাতা পুলিশ। তারা জানিয়েছে, সরকারিভাবে কোনও পুজো বন্ধ বা পুজোতে কোনও শর্ত আরোপ করা হয়নি। পুজোর মরশুমে পুলিশের প্রধান কাজ শহরের মানুষদের নিরাপত্তা দেওয়া, সব কিছু যাতে সিস্টেমেটিক ভাবে চলা তা দেখা। ভিড় সামলানো।
পাশাপাশি কলকাতাবাসীকে গুজব না ছড়ানোর জন্য অনুরোধ করেছে কলকাতা পুলিশ। তথ্য যাচাই না করে কোনও শেয়ার করতে সতর্ক করছে। সামাজিক মাধ্যমে পোস্ট করে তারা লিখেছে, ‘নিরাপদ ও সুস্থভাবে উৎসবের মরশুম পালন করতে সাধারণ মানুষের সহযোগিতা অপরিহার্য।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.