ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধারণ মানুষের কাছে সমস্ত পরিষেবা পৌঁছে দেওয়াই লক্ষ্য রাজ্য সরকারের। আর তাই শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি। সারা দেশে এই প্রথম বাংলায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্য সরকারের অন্যান্য জনমুখী প্রকল্পের মতো সফল হবে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ও, আশাবাদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার X হ্যান্ডেলে তিনি লেখেন, “আজ প্রথম দিনে রাজ্যজুড়ে ৬৩২টি ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি ক্যাম্পেই ‘দুয়ারে সরকার’-এর পরিষেবাও পাওয়া যাচ্ছে। ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পের জন্য আমাদের সরকার বুথপিছু ১০ লক্ষ করে মোট ৮ হাজার কোটি টাকারও বেশি দেবে।” ওই ক্যাম্পগুলিতে গিয়ে নিজের মতামত প্রকাশ এবং সরকারি আধিকারিকদের সহযোগিতার আর্জি জানান মমতা। মুখ্যমন্ত্রী আশাবাদী, অন্যান্য যেকোনও প্রকল্পের মতো এটিও চূড়ান্ত সফল হবে।
বাংলার মানুষকে তৃণমূল স্তরে পরিষেবা প্রদানের জন্য আমাদের যে ধারাবাহিক উদ্যোগ তাতে আজ একটি নতুন পালক যুক্ত হল। আজ আমরা “আমাদের পাড়া আমাদের সমাধান” (APAS) নামে আর একটি নতুন প্রকল্প চালু করলাম। এটা একটা অনন্য স্কিম। সারাদেশে এই রকম উদ্যোগ এই প্রথম।
এই প্রকল্পে মানুষ নিজেদের বুথ…
— Mamata Banerjee (@MamataOfficial)
প্রসঙ্গত, ‘দুয়ারে সরকার’-এর পর ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’কর্মসূচির মাধ্যমে এবার বুথ স্তরে প্রশাসন। সরাসরি হবে নাগরিক সমস্যার সমাধান। শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি। আগামী ৩ নভেম্বর পর্যন্ত চলবে। পাওয়া যাবে মোট ১৬ রকমের পরিষেবা। সারা দেশে এই প্রথম বাংলায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্য সরকারের অন্যান্য জনমুখী প্রকল্পের মতো সফল হবে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ও, আশাবাদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেগুলি হল: নিকাশি, পানীয় সরবরাহ, পথবাতি, শৌচালয়, আইসিডিএস কেন্দ্রের উন্নয়ন, প্রাথমিক বিদ্যালয়ের স্বাস্থ্যোন্নয়ন, পুকুর সংস্কার, বর্জ্যের বন্দোবস্ত, খোলা জায়গায় জনতার সুবিধায় বেঞ্চ, শেডের ব্যবস্থা, বাজারের স্টল সংস্কার, নিকাশি ও আলোর ব্যবস্থা, সাংস্কৃতিক উদ্যোগ বৃদ্ধি, গণপরিবহণ ব্যবহারকারীদের জন্য বিশেষ পরিষেবা, সবুজায়নে নজর, বিদ্যুৎ পরিষেবা, রাস্তা সংস্কার এবং অন্যান্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.