Advertisement
Advertisement
Mamata Banerjee

ভিনরাজ্যে বাঙালি হেনস্তার প্রতিবাদে আজই রাজপথে মমতা-অভিষেক, জেলায় জেলায়ও কর্মসূচি তৃণমূলের

মিছিল শেষে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো।

Mamata Banerjee will join rally today
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 16, 2025 10:09 am
  • Updated:July 16, 2025 10:13 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভিনরাজ্যে বাঙালি হেনস্তার প্রতিবাদে আজই রাজপথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।  দুপুর একটায় কলেজ স্কোয়ার থেকে শুরু হবে মিছিল। যাবে ডোরিনা ক্রসিং পর্যন্ত। মিছিল শেষে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো। এদিনের মিছিলের কারণে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে এলাকা। রাস্তায়র দুপাশে পাহারায় থাকবেন ১৫০০ পুলিশ কর্মী। জেলায় জেলায়ও কর্মসূচি তৃণমূলের। 

Advertisement

ওড়িশা, দিল্লির জয়হিন্দ কলোনি থেকে শুরু করে একাধিক রাজ্যে লাগাতার বাঙালিদের হেনস্তার অভিযোগ উঠছে। বাংলা বললেই নাকি অত্যাচারিত হতে হচ্ছে। বিদ্যুৎ ও জলের সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। দিন কয়েক আগে এক্স হ্যান্ডেলে এবিষয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বাঙালি হেনস্তার প্রতিবাদে পথে নামছেন তিনি। গত রবিবার দুপুরে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানেই মিছিলের বিষয়টি জানান তিনি।

প্রসঙ্গত, তিলোত্তমার এই মিছিলে হাওড়া, ভাঙড়, দমদম ও সল্টলেকের তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকরা শামিল হবেন। একইদিনে দুপুর দুটো থেকে জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি হবে। দিল্লিতেও প্রতিবাদ কর্মসূচি করেছে তৃণমূল। উল্লেখ্য, দিন কয়েক আগে ভিনরাজ্যে বাঙালি হেনস্তার প্রতিবাদে এক হ্যান্ডেলে সোচ্চার হয়েছিলেন মুখ্যমন্ত্রী। লিখেছিলেন, ‘নয়াদিল্লির বসন্তকুঞ্জের জয় হিন্দ কলোনি থেকে উঠে আসা একের পর এক ভয়ঙ্কর হেনস্তার ঘটনার খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত ও বিচলিত।’ আজ প্রতিবাদে পথে নামবেন তিনি।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement