Advertisement
Advertisement
Mamata Banerjee

‘শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুজোর সময় এলাকায় থাকুন’,মন্ত্রীদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার নবান্নে ছিল পুজোর আগে শেষ মন্ত্রিসভার বৈঠক।

Mamata Banerjee order ministers to be in their area for puja to look after law and order
Published by: Kousik Sinha
  • Posted:September 19, 2025 8:53 am
  • Updated:September 19, 2025 12:05 pm  

স্টাফ রিপোর্টার: পুজোর সময়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মন্ত্রীদের নিজের নিজের এলাকায় থাকার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে ছিল পুজোর আগে শেষ মন্ত্রিসভার বৈঠক। সেখানেই মুখ্যমন্ত্রী জানান, কেউ যেন কোনওরকম প্ররোচনায় পা না দেন। শান্তি বজায় রাখতে সতর্ক থেকে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে উৎসব পালন করতে হবে।

Advertisement

নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, কোনওভাবেই যাতে গন্ডগোল না হয়, তার দিকে কড়া নজর রাখতে হবে। স্থানীয় জনপ্রতিনিধিদেরও এবিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি পুজোর সময় গরিব মানুষদের পাশে দাঁড়ানোরও বার্তা এদিন মন্ত্রীদের দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানান, শুধু দলের টাকায় নয়, নিজের সঞ্চয় থেকেও গরিব মানুষদের পুজোর সময় সাহায্য করতে হবে। সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে হবে। একাজে সকলকে এগিয়ে আসতে বলেন তিনি।

এখন মহালয়ার সময় থেকেই পুজোর সূচনা হয়ে যায়। সেদিক থেকে কলকাতার পাশাপাশি জেলাতেও এখন চলছে পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি। এমন আবহে বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক থেকে দলের মন্ত্রী, বিধায়কদের কী করতে হবে তা জানিয়ে দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়।

তাঁর পরিষ্কার বার্তা, শান্তি-শৃঙ্খলা বজায় রেখেই সকলে উৎসবে শামিল হোন। একইসঙ্গে দলীয় নেতাদের যে কোনও বিষয়ে আলপটকা মন্তব্য করা থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি। মন্ত্রীদের বলেন, আপনারা সরকার ও দলেরই অংশ। তাই মুখ খুলবেন বুঝে। পরিস্থিতি বুঝে মন্তব্য করতে হবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement