Advertisement
Advertisement
Mamata Banerjee

‘২৬ দিনে ১ কোটিরও বেশি মানুষের যোগদান’, ‘আমাদের পাড়া, আমাদের সমাধানে’র সাফল্যে আপ্লুত মমতা

কী লিখলেন মুখ্যমন্ত্রী?

Mamata Banerjee happy with success of Amader Para Amader Samadhan scheme
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 29, 2025 12:50 pm
  • Updated:August 29, 2025 12:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুরুর ২৬ দিনের মধ্যেই ব্য়াপক সাফল্য। ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচিতে যোগদান করেছেন ১ কোটির মানুষ। সোশাল মিডিয়ায় এই সাফল্যের কথা তুলে ধরে জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকদের ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিডিও পোস্ট করে লিখলেন, “আন্তরিক কৃতজ্ঞতা জানাই বাংলার প্রতিটি মানুষকে, যাঁরা আমাদের উপর বিশ্বাস রেখেছেন।”

Advertisement

বিধানসভা ভোটের বাকি কয়েকটা মাস। ভোটের দামামা যে বেজে গিয়েছে তা বলাই বাহুল্য। এই পরিস্থিতিতে গত মাসে নাগরিক সমস্যা সমাধানে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আজ থেকে ২৬ দিন আগে শুরু হয় কাজ। কর্মসূচির অংশ হিসেবে সরকারি আধিকারিক এলাকায় পৌঁছে মানুষের সমস্যার কথা শুনছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী সমধানের পথ বার করছেন। শুক্রবার সকালে এই কর্মসূচির সাফল্য়ের কথাই সোশাল মিডিয়ায় তুলে ধরলেন মুখ্যমন্ত্রী।

ঠিক কী লিখেছেন মমতা? তিনি লেখেন, “অত্যন্ত গর্বের এবং আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, মাত্র ২৬ দিনে বাংলার ১ কোটিরও বেশি মানুষ রাজ্যজুড়ে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এর প্রায় ১৪ হাজার ৫০০টি শিবিরে এসে তাঁদের এলাকার সমস্যার নিরসনের লক্ষ্যে অংশগ্রহণ করেছেন। কোটির রেখা অতিক্রমে সকলকে অভিনন্দন। জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকদের ধন্যবাদ।” তিনি আরও লেখেন, “বাংলার প্রতিটি মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। পাশাপাশি, আমাদের মা- মাটি-মানুষের সরকার আপনাদের প্রতি দায়বদ্ধতা আরও সুনিশ্চিত করতে এবং আপনাদের সমস্যার আশু সমাধানে সবসময় আপনাদের পাশে আছে ও আগামী দিনেও থাকবে। কথা দিলাম।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement