Advertisement
Advertisement
Madhyamik 2026 routine out

আগামী বছর মাধ্যমিক পরীক্ষা কবে? রুটিন দিল মধ্যশিক্ষা পর্ষদ

জেনে নিন পরীক্ষার সম্পূর্ণ রুটিন।

Madhyamik 2026 routine out

প্রতীকী ছবি

Published by: Paramita Paul
  • Posted:May 6, 2025 4:18 pm
  • Updated:May 6, 2025 4:55 pm  

ধীমান রক্ষিত: আগামী বছর আরও এগিয়ে এল মাধ্যমিক পরীক্ষায়। ফেব্রুয়ারি গোড়াতেই শুরু হয়ে যাবে দশম শ্রেণির বোর্ড পরীক্ষা। মঙ্গলবার সেই পরীক্ষার রুটিন দিল মধ্যশিক্ষা পর্ষদ।

Advertisement

রইল সম্পূর্ণ রুটিন-

২ ফেব্রুয়ারি, সোমবার: প্রথম ভাষা 

৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার: দ্বিতীয় ভাষা

৬ ফেব্রুয়ারি, শুক্রবার: ইতিহাস

৭ ফেব্রুয়ারি, শনিবার: ভূগোল

৯ ফেব্রুয়ারি, সোমবার: গণিত

১০ ফেব্রুয়ারি, মঙ্গলবার: ভৌত বিজ্ঞান

১১ ফেব্রুয়ারি, বুধবার: জীবন  বিজ্ঞান

১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার: অ্যাডিশনাল

শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা পরীক্ষার দিনক্ষণ পরে ঘোষণা করা হবে। পরীক্ষা শুরু হবে সকাল পৌনে ১১টায়। শেষ দুপুর দু’টোয়। প্রথম পনেরো মিনিট শুধুমাত্র প্রশ্নপত্র দেখার জন্য। লেখা শুরু করা যাবে ১১টায়। তবে ভোকেশনাল বিষয়, কম্পিউটার পরীক্ষার ক্ষেত্রে এই সময়সীমা অন্য। 

২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট সবে প্রকাশিত হয়েছে। এর মধ্যেই ছাব্বিশের রুটিন ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। সাধারণত ফেব্রুয়ারি বা মার্চে মাধ্যমিক পরীক্ষা হয়ে থাকে। তা মিটলে সপ্তাহখানেকের মধ্যে শুরু হয় উচ্চমাধ্যমিক। টেস্ট হয়ে থাকে নভেম্বরের শেষ বা ডিসেম্বরে। তবে আগামী বছর এপ্রিল বা মে মাসে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হলে তার আগেই পরীক্ষা শেষ হওয়ার কথা। আর তাই পরীক্ষার দিনক্ষণ এগিয়ে আসার সম্ভাবনাই প্রবল বলে মনে করছিল ওয়াকিবহাল মহল। সেই মতো ফেব্রুয়ারির শুরুতেই শুরু হয়ে যাচ্ছে পরীক্ষা। স্বাভাবিকভাবে টেস্টও এগিয়ে আসতে পারে। পরীক্ষার্থীদের চিন্তা একটাই, পরীক্ষা এগিয়ে আসায় সিলেবাস শেষ করা নিয়ে চাপের মুখে পড়তে পড়বে তারা। প্রস্তুতির সময় কমবে

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement