গৌতম ব্রহ্ম: রাজ্যজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে করোনা ভাইরাস। এই মারণ রোগ চাপ সৃষ্টি করেছে স্বাস্থ্য পরিষেবার উপরও। প্রতিনিয়ত বাড়ছে সংক্রমণের ঘটনা। এহেন পরিস্থিতিতে শুক্রবার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ছাদ থেকে মরণঝাঁপ দিয়েছেন এক চিকিৎসক।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হাসপাতালের ৭ তলা থেকে ঝাঁপ দেন পৌলমী সাহা (২৫) নামের এক মহিলা চিকিৎসক। গুরতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ওই প্রত্যক্ষদর্শী আরও জানান, এদিন ফিভার ক্লিনিকে ডিউটিতে ছিলেন পৌলমী। বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এটি আত্মহত্যা নাকি অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে, হাসপাতালে এমন এক ঘটনা ঘটায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অবসাদ থেকে আত্মহত্যা করেছেন পৌলমী, না এই ঘটনার নেপথ্যে অন্য কোনপ কারণ রয়েছে তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। অনেকেই মনে করছেন, করোনা আবহে প্রচণ্ড চাপের মধ্যে কাজ করতে হচ্ছে চিকিৎসকদের। ফলে অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন অনেকেই।
উল্লেখ্য, রাজ্যের চিন্তা বাড়িয়ে বাংলার ৬টি জেলাকে রেড জোনের আওতায় ফেলেছে কেন্দ্র। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের নতুন করে রেড জোনের আওতায় ঢুকল দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও মালদহ। ‘গ্রিন জোন’ বীরভূমেও থাবা বসিয়েছে মারণ ভাইরাস। এক প্রৌঢ়া-সহ ৩ জনের শরীরে মিলল করোনার জীবাণু। সব মিলিয়ে রাজ্যে দ্রুত গতিতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.