Advertisement
Advertisement
Kunal Ghosh slams PM Modi

‘ভাবনা মমতাদির, ভোটের মুখে প্রচার করছেন প্রধানমন্ত্রী’, মোদির বঙ্গসফরের আগে খোঁচা কুণালের

Kunal Ghosh slams PM Modi: আর কী লিখলেন কুণাল?

Kunal Ghosh slams PM Modi's inauguration of Kolkata Metro
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 22, 2025 11:47 am
  • Updated:August 22, 2025 2:50 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকঘণ্টা পরই রাজ্যে তিন মেট্রোরুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদি। তার আগে চর্চায় গোটা প্রকল্প। কারণ, এই মেট্রোরুটের ভাবনা ছিল তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভোটের মুখে উদ্বোধন করে প্রধানমন্ত্রী বাংলায় নিজেদের মাটি শক্ত করার চেষ্টা করছেন বলেই তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

Advertisement

১৬ বছর আগে রেলমন্ত্রী হিসাবে বাজেট প্রস্তাবের পাশাপাশি এই মেট্রো প্রকল্পগুলির অর্থ বরাদ্দ করে কাজ শুরু করিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, কেন্দ্রে ক্ষমতায় আসার পর বিজেপি সরকার এই প্রকল্পগুলির পরবর্তী খাতের আর্থিক বরাদ্দ অনেকটাই কমিয়ে দিয়েছিল। শুক্রবার এক্স হ্যান্ডেলে সেকথাই মনে করিয়ে দিলেন কুণাল ঘোষ। পুরনো কিছু ছবি পোস্ট করে লিখলেন, “রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু মুহূর্ত। বাংলাকে উজাড় করে নতুন রুট, লাইন, ট্রেন, স্টেশন, প্রকল্প, কর্মসংস্থান দিয়েছেন তিনি। আজ প্রধানমন্ত্রী যা উদ্বোধন করবেন, সেগুলিও মমতাদির ভাবা, অনুমোদন, আর্থিক বরাদ্দ করা। এতকাল দেরি করে এখন ভোটের মুখে নিজেদের প্রচার করতে আসছেন প্রধানমন্ত্রী। বাংলার মানুষ জানেন আসল কাজ মমতাদির করা।”

 

উল্লেখ্য, শুক্রবার বিকেল ৪ টে বেজে ৫ মিনিট নাগাদ দমদম বিমানবন্দরে নামবেন মোদি। এবারের বঙ্গসফরে মোদি মোট তিনটি মেট্রো রুটের উদ্বোধন করবেন। অরেঞ্জ লাইনে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর, গ্রিন লাইনে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান এবং ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে বারাসত রুটের উদ্বোধন করবেন। নোয়াপাড়া থেকে বারাসত পর্যন্ত মেট্রোপথ হলেও আপাতত নোয়াপাড়া, যশোর রোড এবং জয় হিন্দ–এই তিনটি মেট্রো স্টেশনে যাত্রী পরিষেবা চালু হবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ