Advertisement
Advertisement
Kunal Ghosh

লাগাতার অপপ্রচার, কুৎসা! এবার অভয়ার বাবার বিরুদ্ধে মানহানির মামলা কুণালের

আগে আইনি নোটিশ পাঠিয়ে অভয়ার বাবাকে ক্ষমা চাওয়ার কথা জানান কুণাল ঘোষ।

kunal ghosh file defamation case against rg kar victim father at bankshall court

ফাইল ছবি।

Published by: Monishankar Choudhury
  • Posted:August 20, 2025 12:22 pm
  • Updated:August 20, 2025 12:42 pm   

গোবিন্দ রায়: লাগাতার অপপ্রচার! উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কুৎসা! এবার আর জি কর হাসপাতালে নিহত তরুণী চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করলেন কুণাল ঘোষ। তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদকের কথায়, “নির্যাতিতার পরিবারের সঙ্গে সহানুভূতি রয়েছে। কিন্তু তার মানে এই নয় যে, কারও নামে যা নয় তাই বলা যাবে।”      

Advertisement

সম্প্রতি সংবাদমাধ্যমের সামনে ‘সেটিং’ তত্ত্ব নিয়ে সরব হন অভয়ার বাবা। অভিযোগ করেন, টাকা খেয়ে তদন্ত প্রভাবিত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির অফিসাররা। সাঁঠ রয়েছে পুলিশেরও। তিনি আরও দাবি করেন, কুণাল নাকি সিজিও কমপ্লেক্সে গিয়ে ‘ডিল ফাইনাল’ করিয়েছেন। সংবাদমাধ্যমে অভয়ার বাবার এহেন বক্তব্যের প্রেক্ষিতে আগেই আইনি নোটিশ পাঠিয়েছিলেন কুণাল। এবার মানহানির অভিযোগ তুলে ব্যাঙ্কশাল আদালতে মামলা দায়ের করলেন।

বলে রাখা প্রয়োজন, গত মঙ্গলবার অভয়ার বাবাকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী। চারদিনের মধ্যে সাংবাদিক বৈঠক করে এহেন বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে বলেও জানানো হয়েছিল। অন্যথায়, আইনি পদক্ষেপ করা হবে। সেই সময়সীমা শেষ হয়েছে। এরপরেই আজ বুধবার মামলা দায়ের।

যদিও আগেই অভয়ার বাবার প্রতি পূর্ণ সম্মান এবং সহমর্মিতা জানিয়ে কুণাল জানান, “আমার পূর্ণ সহানুভূতি রয়েছে। একটা জঘন্য ঘটনা ঘটেছে। অপরাধী শাস্তি পেয়েছে। আমরা সবাই ন্যায় চেয়েছি এবং পেয়েছি। কিন্তু উনি যা মুখে আসবে বলে যাবেন, যে যা শেখাবে তাই বলবেন, তা হতে পারে না। উনি ক্ষমা না চাইলে কোর্টে এসে যা বলেছেন, তার প্রমাণ দিতে হবে।” বলে রাখা ভালো, গত ৯ আগস্ট নবান্ন অভিযানের ডাক দেন আরজি কর হাসপাতালে মৃত ডাক্তারের বাবা-মা। সেখানেই রাজ‌্য সরকার ও সিবিআইকে জড়িয়ে এহেন চাঞ্চল্যকর অভিযোগ করেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ