Advertisement
Advertisement
Kolkata Metro

রবিবার হলেও মহালয়ায় বাড়তি মেট্রো ব্লু লাইনে, কখন থেকে শুরু পরিষেবা?

দক্ষিণেশ্বর, শহিদ ক্ষুদিরাম থেকে প্রথম মেট্রো কটায় ছাড়বে?

Kolkata Metro will give special service on Mahalaya by running extra metro rails

ফাইল ছবি

Published by: Sucheta Sengupta
  • Posted:September 18, 2025 8:26 pm
  • Updated:September 18, 2025 8:28 pm  

নব্যেন্দু হাজরা: বাঙালির সেরা উৎসবের মরশুম এসেই গেল। আগামী রবিবারই মহালয়া, দেবীপক্ষ শুরু। ভরপুর শারদোৎসবের মেজাজ বাংলার প্রতি প্রান্তে। একে মহালয়া, তার উপর পুজোর আগে শেষ রবিবার। ডবল ছুটির আমেজ। পুজো প্রস্তুতির যেটুকু আয়োজন বাকি রয়েছে, ওইদিনই তা সম্পূর্ণ করে নিতে মরিয়া উৎসবপ্রেমী আমবাঙালি। তাই পথেঘাটে ভিড়ও রেকর্ড গড়বে বলেই মনে করা হচ্ছে। আর সেকথা মাথায় রেখে রবিবার হলেও মহালয়ার দিন বাড়িত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত দিনভর ১৮২ টি মেট্রো চলবে। অন্যান্য রবিবারে এই সংখ্যা থাকে ১৩০। আরও বড় সুখবর, সপ্তাহের বাকি ছ’দিনের মতো সকাল ৬.৫০ ও ৬.৫৫ থেকেই মেট্রো চলবে। বৃহস্পতিবার মেট্রোর এই বিজ্ঞপ্তিতে স্বভাবতই খুশি যাত্রীরা।

Advertisement

এদিন কলকাতা মেট্রোর তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত বাড়তি মেট্রো চলবে ২১ সেপ্টেম্বর, মহালয়ার দিন। ওইদিন রবিবার হলেও দেবীপক্ষ সূচনার কথা মাথায় রেখে আমজনতার সুবিধার্থে এই সিদ্ধান্ত। অন্যান্য রবিবার এই লাইনে দিনভর ১৩০ টি মেট্রো চলে। কিন্তু মহালয়ায় সেই সংখ্যা বাড়ছে অনেকটাই। আপ ও ডাউনে ৯১ জোড়া অর্থাৎ মোট ১৮২ টি মেট্রো পাওয়া যাবে দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরামের মধ্যে।

সুখবর এখানেই শেষ নয়। অন্যান্য রবিবার প্রান্তিক স্টেশনগুলি থেকে সকাল ৯.৫০-এর আগে মেট্রো পাওয়া যায় না। কিন্তু মহালয়ার দিন সকাল ৬টা ৫০ মিনিটে দক্ষিণেশ্বর, নোয়াপাড়া থেকেই ডাউন মেট্রো চলবে। আর দমদম থেকে প্রথম মেট্রো মিলবে সকাল ৬টা ৫৫ মিনিটে। অন্যদিকে, মহানায়ক উত্তমকুমার থেকে প্রথম মেট্রো চলবে ৬টা ৫৫ মিনিটে এবং শহিদ ক্ষুদিরামে সকাল ৬টা ৫৪ মিনিটে প্রথম মেট্রো ছাড়বে। দিনের শেষ মেট্রোর সময়সূচিতেও কোনও বদল নেই ওইদিন। ফলে মেট্রোর জন্য দীর্ঘ ১৫ মিনিট অপেক্ষা নয়, মহালয়ায় বাইরে বেরিয়ে দ্রুত গন্তব্যে পৌঁছতে নিশ্চিন্তে মেট্রোপথ ধরুন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement