Advertisement
Advertisement
Kasba

‘জানোয়ারকে মেরে পিঠের চামড়া গুটিয়ে দেওয়া উচিত’, গণধর্ষণ কাণ্ডে ক্ষোভে ফুঁসছেন কুণাল

খাস কলকাতায় আইন কলেজে গণধর্ষণের ঘটনায় ইতিমধ্যে ব্য়বস্থা নিয়েছে পুলিশ।

Kasba News: Kunal Ghosh condemns the South Calcutta Law College incident
Published by: Sayani Sen
  • Posted:June 27, 2025 3:25 pm
  • Updated:June 27, 2025 4:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাস কলকাতায় আইন কলেজে গণধর্ষণের ঘটনায় ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছে পুলিশ। এখনও পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এমন ঘৃণ্য ঘটনায় ক্ষোভে ফুঁসছেন কুণাল ঘোষ। তাঁর মতে, যারা যুক্ত তাদের মেরে পিঠের চামড়া গুটিয়ে দেওয়া উচিত। পাশাপাশি তিনি এও স্পষ্ট করে দেন যে তৃণমূল কোনওভাবেই এসব ‘বাঁদরামি বরদাস্ত করবে না’।

শুক্রবার সোশাল মিডিয়ায় তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ লেখেন, “কসবার ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা করছি। এসব জানোয়ারকে মেরে পিঠের চামড়া গুটিয়ে দেওয়া উচিত। পুলিশ এদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুক। সিপিএম জমানায় এসব বহু হয়েছে, বা বিজেপির রাজ্যে এসব হয় বলে আমরা কোনো অন্যায় বরদাস্ত করতে রাজি নই। বিরোধীদের এসব নিয়ে বলার নৈতিক অধিকার নেই। ওরা এসব পাপে ডুবে। কিন্তু আমাদের চূড়ান্ত সতর্কতা দরকার। এইসব ছেলে কখন কোন সময় কিছুকালের জন্য দলের কাছাকাছি এসে তারপর নিজেদের মত চলবে, সমাজটাকে কলঙ্কিত করবে, এতে সকলের সতর্কতা দরকার। তৃণমূল কংগ্রেস এইসব বাঁদরামি বরদাস্ত করবে না। এইসব ছেলে স্থানীয়ভাবে বা তার কাজের বৃত্তে যে নেতা বা সংগঠকের সঙ্গে কাজ করেছে, তাদেরও সতর্ক থাকা দরকার। শুধু ভিড় বাড়ানোর জন্য রাজনীতি করলে ক্ষমতাসীন দলকে বিড়ম্বনায় পড়তে হয়, এটা সিপিএমের অতীত থেকে শিক্ষা নেওয়াই ভালো। যে মেয়েটির সঙ্গে এসব হয়েছে, তার ও তার পরিবারের কাছে এক নাগরিক হিসেবে দুঃখপ্রকাশ করছি। তবে বিরোধীরা এনিয়ে রাজনীতি করতে এলে সমুচিত জবাব পাবে। একটি বিচ্ছিন্ন খারাপ ঘটনা দিয়ে কেউ দয়া করে সামগ্রিকতার মূল্যায়ন করবেন না।”

উল্লেখ্য, দক্ষিণ কলকাতার একটি ল কলেজে গত বুধবার এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। অভিযোগকারিণী ওই কলেজেরই ছাত্রী। ওই দিন সন্ধ্যায় তাঁকে ডাকা হয়েছিল। অভিযোগ, তিনি সেখানে গেলে তাঁর উপর চড়াও হন তিনজন। গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। কাউকে কিছু না বলতে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। পরে ওই ছাত্রী কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়েই নড়েচড়ে বসেন পুলিশ আধিকারিকরা। প্রথমে দু’জনকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ চলে। তাঁদের থেকেই মূল অভিযুক্তের খোঁজ পাওয়া যায়। কালবিলম্ব না করে মূল অভিযুক্তকেও গ্রেপ্তার করা হয়। ধৃতদের মধ্যে একজন বর্তমান ছাত্র ও দু’জন প্রাক্তনী। এই ঘটনাকে হাতিয়ার করে বিক্ষোভে শামিল বিজেপি। কসবা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement