Advertisement
Advertisement
Kali Puja 2025

কালীপুজোর ভিড় সামলাতে শিয়ালদহ শাখায় বাড়তি ট্রেন, জেনে নিন সময়সূচি

প্রতিটি স্টেশনে থামবে ট্রেনগুলি।

Kali Puja 2025: Eastern Railways decides to run special train in Sealdah division
Published by: Sayani Sen
  • Posted:October 18, 2025 1:04 pm
  • Updated:October 18, 2025 1:04 pm   

নব্যেন্দু হাজরা: কালীপুজোয় বাসে, ট্রেনে ভিড় বৃদ্ধির আশঙ্কা। আর তা সামলাতে বিশেষ সিদ্ধান্ত পূর্ব রেলের। শিয়ালদহ-ডানকুনি, শিয়ালদহ-বারাসত, বনগাঁ-বারাসত, শিয়ালদহ-রানাঘাট এবং শিয়ালদহ-বারুইপুর শাখায় চলবে বিশেষ ট্রেন। প্রতিটি স্টেশনে থামবে ট্রেনগুলি। একনজরে জেনে নিন ওই ট্রেনগুলির সময়সূচি।

Advertisement

* শিয়ালদহ-ডানকুনি স্পেশাল ট্রেন সোমবার রাত সাড়ে এগারোটায় ছাড়বে। ডানকুনি পৌঁছবে রাত ১২টা ১৫ মিনিটে। আবার ডানকুনি থেকে ট্রেনটি রাত ১২টা ২৫ মিনিটে ছাড়বে। রাত ১টা ৫ মিনিটে শিয়ালদহে পৌঁছনোর কথা।

* শিয়ালদহ-বারাসত স্পেশাল ট্রেন সোমবার রাত ১২টা ১০ মিনিটে শিয়ালদহ স্টেশন থেকে ছাড়বে। বারাসতে পৌঁছবে রাত ১২টা ৫৫ মিনিটে। বারাসত থেকে ট্রেনটি ছাড়বে রাত ১টা ১০ মিনিটে। শিয়ালদহে পৌঁছবে রাত ১টা ৫৫ মিনিটে।

* বনগাঁ-বারাসত বিশেষ ট্রেন সোমবার রাত সাড়ে ১২টায় বনগাঁ থেকে ছাড়বে। বারাসতে পৌঁছনোর কথা রাত দেড়টায়। বারাসক থেকে আবার ট্রেনটি রাত ২টোয় ছাড়বে। বনগাঁ পৌঁছবে রাত ৩টে ৮ মিনিটে।

* শিয়ালদহ-রানাঘাট স্পেশাল ট্রেন চলবে। রাত ১২টা ৪০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে ট্রেনটি। রানাঘাটে পৌঁছবে রাত আড়াইটে নাগাদ। রানাঘাট থেকে ট্রেনটি রাত ১১টা ৪৫ মিনিটে ছাড়বে। শিয়ালদহ পৌঁছবে ১টা ৪০ মিনিটে।

* শিয়ালদহ-বারুইপুর স্পেশাল ট্রেন রাত সাড়ে বারোটায় শিয়ালদহ থেকে ছাড়বে। রাত ১টা ১৫ মিনিটে বারুইপুর পৌঁছবে। বারুইপুর থেকে আবার ট্রেনটি রাত ১টা ২৫ মিনিটে ছাড়বে। শিয়ালদহে পৌঁছবে রাত ২টো ১০ মিনিটে।

রাজ্য সরকারের আর্জি অনুযায়ী নৈহাটি স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে আগামী সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দাঁড়াবে না। তার পরিবর্তে ৫ অথবা ৬ নম্বর স্টেশনে দাঁড়াবে। এছাড়া ৬টি এসি লোকালও চলবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ