সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রাজ্যপালের নিশানায় রাজ্য সরকার-পুলিশ। রবিবার ফের রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন জগদীপ ধনকড়। পালটা দিলেন ফিরহাদ হাকিম।
রাজ্য-রাজ্যপাল দ্বন্দ্ব নতুন কিছু নয়। এর আগেও একাধিকবার রাজ্য সরকারকে নিশানা করেছেন জগদীপ ধনকড়। সরাসরি পুলিশ-আমলা থেকে মুখ্যমন্ত্রী, সকলকেই আক্রমণ করেছেন তিনি। রবিবারও তার অন্যথা হল না। বি আর আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপনের পর এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) বলেন, “আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন করলে কোনওদিন তার উত্তর মেলে না রাজ্যের থেকে। আমলা-পুলিশ কেউ সংবিধান মানছেন না। বরং সংবিধানের উলটো পথে চলছেন। বারবার তলব সত্ত্বেও কারও তরফে কোনও জবাব মিলছে না। পুলিশ রাজনৈতিক নেতাদের মতো করে কাজ করছেন।” এদিনই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে টুইটও করেন রাজ্যপাল। মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) উদ্দেশ্য করে লেখেন, “সংবিধান মেনে শাসনব্যবস্থা পরিচালনা হচ্ছে তা নিশ্চিত করতে হবে। পুলিশকে রাজনৈতিকভাবে নিরপেক্ষ হয়ে কাজ করতে হবে।”
High time to ensure governance in accordance with constitution and render police & administration “politically neutral”. CS & DGP non responsive stance ignoring lawful accountability, letter & spirit of constitution is fraught with serious consequences.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1)
ধনকড়ের এই মন্তব্যের পালটা দিয়েছেন ফিরহাদ হাকিম। এদিন তিনি বলেন, “অনেকেরই মানসিক কিছু সমস্যা থাকে। অনেকেই আছেন যাদের মাথায় একবার কিছু ঢুকে গেলে সহজে তা বের হয় না। ওঁর মাথায় ঢুকে গিয়েছে যে, বাংলার আইনশৃঙ্খলা খারাপ। তাই কিছু না হলেও উনি টুইট করেন। তবে বাকি রাজ্যে একের পর এক নৃশংস ঘটনা ঘটলেও তা তাঁর চোখে পড়ে না।”
Paid floral tributes to Architect of Indian Constitution Dr. Bhimarao Ramji Ambedkar on his Anniversary. Urged all to conform to constitutional parameters in governance.
.
.— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.