কলকাতা হাই কোর্ট (ফাইল ছবি)
গোবিন্দ রায়: ”জনস্বার্থ মামলার অপব্যবহার বন্ধ করা দরকার। জনস্বার্থ মামলা গরিব এবং বঞ্চিতদের সাহায্য করার জন্য তৈরি হয়েছিল। রাজনৈতিক স্বার্থে এটি ব্যবহার হলে আসল উদ্দেশ্য নষ্ট হবে।”, একটি মামলার শুনানিতে এমনটাই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পালের।
আজ মঙ্গলবার জাতিগত শংসাপত্র নিয়ে মতুয়াদের করা একটি জনস্বার্থ মামলার শুনানি হয় কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে। সেই মামলার শুনানিতেই এদিন এহেন মন্তব্য করেন বিচারপতি সুজয় পাল। একই সঙ্গে সেই মামলা খারিজও করে দেয় আদালত। বলে রাখা প্রয়োজন, গত ১৫ বছর ধরে অনেককে বেআইনি ভাবে ভুয়ো তফসিলি জাতি এবং উপজাতির শংসাপত্র দেওয়া হচ্ছে এই অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের তরফে সেই মামলা দায়ের হয়।
মামলাকারীদের বক্তব্য ছিল, ‘অন্য সম্প্রদায়কে ভুয়ো এসসি এবং এসটি সার্টিফিকেট দেওয়া হচ্ছে। ওই সব ভুয়ো সার্টিফিকেট বাতিল করতে হবে।’ একই সঙ্গে এহেন অভিযোগে সিবিআই তদন্তেরও দাবি জানানো হয়। যদিও সেই মামলা খারিজ করে আদালতের পর্যবেক্ষণ, ”রাজনৈতিক স্বার্থে জনস্বার্থ মামলাকে ব্যবহার করা যাবে না। মামলাকারীদের কেউ কেউ রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত রয়েছেন। ফলে মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। তাই খারিজ এই আবেদন।” এক্ষেত্রে বিচারপতি পালের আরও পর্যবেক্ষণ, ”এই বিষয়ে নির্দিষ্ট আইন মেনেই পদক্ষেপ করা হবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.