Advertisement
Advertisement
Kunal Ghosh

বিদেশযাত্রায় বাধা নেই কুণালের, অনুমতি মিলল হাই কোর্টের

২১ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত অনুমতি মিলেছে।

High Court allows Kunal Ghosh to travel abroad
Published by: Subhankar Patra
  • Posted:March 19, 2025 1:09 pm
  • Updated:March 19, 2025 2:32 pm   

গোবিন্দ রায়: বিদেশযাত্রার অনুমতি পেলেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসঙ্গী হিসাবে লন্ডনে যাওয়ার কথা তাঁর। বুধবার প্রয়োজনীয় অনুমতি দিয়েছে কলকাতা হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ। ২১ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত বিদেশ সফরের অনুমতি মিলেছে। আগের বিদেশযাত্রায় সব নিয়ম মেনেছেন কুণাল। তাই এবার অনুমতি না দেওয়ার কোনও কারণ দেখেনি আদালত। 

Advertisement

চলতি মাসের তৃতীয় সপ্তাহের শুরুতে লন্ডনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেবেন তিনি। পেশাগত কারণে সেই সফরে যাওয়ার জন্য হাই কোর্টের অনুমতি চান কুণাল। মামলাটি ওঠে ডিভিশন বেঞ্চে। কুণাল ঘোষের আইনজীবী অয়ন চক্রবর্তী, জিষ্ণু চৌধুরী জানান, আগেও কুণাল ঘোষ হাই কোর্টের নির্দেশে বিদেশে গিয়েছেন। সব শর্ত পূরণ করেছেন। এবারও তাঁকে অনুমতি দিক আদালত।

কুণাল ঘোষের বিদেশযাত্রায় কারা স্পনসর করছে তা নিয়ে এদিন প্রশ্ন করে আদালত। জবাবে কুণালের আইনজীবীরা জানান, পেশাগতভাবে তিনি যে সংস্থার সঙ্গে যুক্ত, সেই সংস্থাই এই সফরে তাঁর ব্যয়ভার বহন করবে। সেই সংক্রান্ত নথিও জমা দেওয়া হয় আদালতে। বিদেশ যাত্রা নিয়ে সিবিআইয়ের আইনজীবী অমাজিৎ দে জানান, আগের সব শর্ত পূরণ করলে তাদেরও বিদেশ যাত্রায় আপত্তি নেই। দু’পক্ষের সওয়াল জবাব শুনে বিচারপতি বসাক ও স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ বিদেশযাত্রার অনুমতি দিয়েছেন। তবে শর্ত হিসাবে তাঁকে পাঁচ লক্ষ টাকা জমা রাখার পাশাপাশি, ফিরে এসে নিম্ন আদালতে পাসপোর্ট জমা রাখার নির্দেশও দিয়েছে আদালত।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ