Advertisement
Advertisement
Saugata Roy

বন্ধ অনিদ্রা-ডিপ্রেশনের ওষুধ, শুরু স্পিচ থেরাপি, কেমন আছেন সাংসদ সৌগত?

গত ২২ জুন থেকে গুরুতর অসুস্থ তৃণমূল সাংসদ সৌগত রায়।

Health update of TMC MP Saugata Roy
Published by: Sayani Sen
  • Posted:July 2, 2025 11:42 pm
  • Updated:July 2, 2025 11:45 pm  

অভিরূপ দাস: মেডিক‌্যাল বোর্ডের মিটিং শেষে স্পিচ থেরাপি শুরু হল সৌগত রায়ের। গত ২২ জুন থেকে গুরুতর অসুস্থ তৃণমূল সাংসদ সৌগত রায়। আছন্নভাব, কথা জড়িয়ে যাওয়ার মতো সমস‌্যা নিয়ে ভর্তি হয়েছেন কলকাতার বেসরকারি হাসপাতালে। বুধবার অসুস্থ সাংসদকে দেখতে মিন্টো পার্কের হাসপাতালে যান রাজ্যের মন্ত্রী ব্রাত‌্য বসু। বিধানসভায় তৃণমূল পরিষদীয় দলের মুখ‌্য সচেতক নির্মল ঘোষ।

গত ২২ জুন, বাড়িতে থাকাকালীন ফের অসুস্থ বোধ করেন সৌগত রায়। তাঁর বুকে ব্যথা হয় বলে জানান পরিবারের সদস্যরা। সঙ্গে সঙ্গে অ্যাম্বুল্যান্সে তাঁকে নিয়ে যাওয়া হয় পার্ক স্ট্রিটের কাছে বেসরকারি হাসপাতালে। জানা গিয়েছে, ডিমেনশিয়ায় ভুগছেন সৌগত রায়। আচ্ছন্ন ভাব রয়েছে তাঁর। অসংলগ্ন কথা বলছিলেন তিনি। ঘনঘন শৌচাগারে যাচ্ছিলেন। পায়ে ব্যথাও ছিল। নার্সিংহোমে বেশ কিছু পরীক্ষা করা হয়।

একাধিক অসুখ ধরা পড়েছে তাঁর। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, ওয়ারনিক এনসেফ‌ালোপ‌্যাথিতে আক্রান্ত সাংসদ। রয়েছে ফুসফুসে সংক্রমণ। বয়সজনিত কারণে তাঁর সেরিব্রাল অ্যাট্রোফি দেখা গিয়েছে। এর ফলে মস্তিষ্কের কোষ (নিউরন) এবং তাদের মধ্যে সংযোগ (সিনাপ্স) এর ক্ষয় হয়েছে। প্রবীণ সাংসদের মস্তিষ্কের কার্যকারিতা হ্রাস পাচ্ছে। ডা. অরিন্দম মৈত্র ডা. মনোজ মাহাতো জানিয়েছেন, একাধিক মেডিসিন খেয়েই বিপদ বাধিয়েছেন সৌগত। সাম্প্রতিক অতীতে অনিদ্রা, স্নায়ুর ব‌্যথা, ডিপ্রেশনের জন‌্য একাধিক ওষুধ খেতেন সৌগত রায়। সেই কারণে কিডনির সমস‌্যা দেখা গিয়েছিল। এই মুহূর্তে ওষুধগুলো বন্ধ করা হয়েছে। তিনি আচ্ছন্ন থাকলেও ডাকলে সাড়া দিচ্ছেন। চলছে নেবুলাইজার, অ‌্যান্টিবায়োটিক, আইভি ফ্লুইড।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement